সামনের সারির যোদ্ধাদের সম্মান জানাতে করোনার থিম দক্ষিণ দিনাজপুরের এই মণ্ডপে
করোনা আবহে দুর্গাপুজো এবার খুবই সাধারণভাবে পালন করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। থিম পুজো করা হলেও মণ্ডপে দর্শনার্থী প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। এ বছর করোনা সঙ্কটে কালীপুজো সেভাবে আর হচ্ছে না রাজ্যে। তবে এই মারণ রোগ প্রতিরোধ করতে পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা যেভাবে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, তাঁদের কুর্নিশ জানাতে এবার দক্ষিণ দিনাজপুরে গড়ে তোলা হয়েছে করোনা সঙ্কটের থিম।

এই জেলার বিবাদী সংঘ করোনার থিমে কালীপুজোর মণ্ডপ গড়ে তুলবে। ৪৪ বছরে পা দিল তাদের এই পুজো। কমিটির সদস্য জানিয়েছেন যে সামনের সারির যোদ্ধাদের সম্মান জানাতেই তাঁদের এই ভাবনা চিন্তা। প্রতিবছরের মতো প্রতিমাতে থাকছে চমক। এ বছর তাঁদের পুজোর কালীমূর্তি পাটকাঠি দিয়ে তৈরি করা হয়েছে।

কোভিড সতর্কতা ও সরকারি নির্দেশিকা অনুসরণ করেই এই পুজো করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সদস্যরা। দর্শনার্থীদের জন্য থাকবে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজার। সামাজিক দুরত্ব মেনে প্রতিমা দর্শন করানো হবে। করোনা সঙ্কটে জন সচেতনতা গড়তেই এই উদ্যোগ নিয়েছে পুজো উদ্যোক্তারা।
বাংলায় ফের বাড়ল করোনা মৃত্যু, কলকাতায় একদিনে মৃত ১৭ জন