For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি মমতার, ক্ষতিপূরণের পর রিপোর্ট তলবে ঘোষণা

ফিরহাদকে ওই দুই মহিলার বাড়িতে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

Google Oneindia Bengali News

মালদহের গাজল বাস দুর্ঘটনায় দুই নিহতের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদহের গাজল কলেজ মাঠের সভা থেকে তিনি ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি চাকরির দেওয়ার বার্তাও দেন।সেজন্য তলব করেন রিপোর্টও।

বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি মমতার, ক্ষতিপূরণের পর রিপোর্ট তলবে ঘোষণা

মালদহে বাস দুর্ঘটনায় নিহদদের পরিবারের সদস্যদের চাকরি ও আর্থিক সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মালদহের প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে ফরাক্কা থেকে উত্তর দিনাজপুরগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার একটি বাস নয়ানজুলিতে পড়ে যায়।

এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শাঁওলি হাঁসদা ও নিয়তি সরকারের। ওই দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। পুরাতন মালদহ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মহানন্দা কলোনিতে থাকেন নিহত নিয়তি সরকার। অপর নিহত শাঁওলি হাঁসদার বাড়ি উত্তর দিনাজপুেরর করণদিঘিতে।

এদিন দুর্ঘটনার খবর পেয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যান নিহত নিয়তির বাড়ি। এরপর সকালে প্রশাসনিক বৈঠকে মালদহের দুর্ঘটনায় দুই নিহতের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, আমি দুঃখিত ও শোকাহত। শুনেছি বেপরোয়া গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। রেষারেষিও চলছিল। আর একটি গাড়ি ওভরাটেক করার সময়ই দুর্ঘটনা ঘটে।

মমতা বলেন, আমি এর বিস্তারিত রিপোর্ট চাই। কারা যানবাহন আইন মেনে চালাচ্ছেন না, তা জানতে চেয়েছেন মমতা। এরপরই নিহতদের পরিবার পিছু সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদকে ওই দুই মহিলার বাড়িতে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করার নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, কোনও কিছু দিয়েই মৃত্যুর ক্ষতিপূরণ দেওয়া যায় না। তবু সংসারটা যাতে ভেসে না যায়, তার একটা চেষ্টা করলাম আমাদের সরকারের তরফে। চাকরি দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেন মমতা।

এরপর সভামঞ্চ থেকে মমতা বলেন, আমরা মাছের তেলে মাছ ভেজেও মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের পাশে দাঁড়াই। আমাদের কাছে যখন যেমন টাকা আসে, আমরা মানুষের কাজ করে দিই। আমরা জানি মানুষ আমাদের সঙ্গে আছে। এই সরকারও মানুষের পাশে থাকবে। কোনওদিন কাউকে বঞ্চিত করেনি আমাদের সরকার। কাউকে বঞ্চিত করবে না, কাউকে বঞ্চিত হতে হবে না আমাদের সরকারের কাছ থেকে। আমাদের কাছে সবাই সমান। সবার জন্যই আমরা কাজ করব।

মোদী সরকার হিংসুটে! একদিন বাংলাকে সেলাম জানাতে হবেই, একহাত নিলেন মমতামোদী সরকার হিংসুটে! একদিন বাংলাকে সেলাম জানাতে হবেই, একহাত নিলেন মমতা

English summary
CM Mamata Banerjee stands for family who are died in accident of Malda
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X