For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের রাজ্য কোটি টাকার হদিশ, এবার সামান্য মাছ ব্যবসায়ী ঘরে মিলল বিপুল টাকা

ফের রাজ্য কোটি টাকার হদিশ, এবার সামান্য মাছ ব্যবসায়ী ঘরে মিলল বিপুল টাকা

Google Oneindia Bengali News

ফের কোটি টাকা উদ্ধার রাজ্যে। এবার মালদহের গাজোলে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে কোটি টাকা উদ্ধার করল সিআইডি। গাজোলে ব্যবসায়ীর বাড়িতে সকালে হানা দিয়েছিল সিআইডি। গাজোলের ঘাকশোলে মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে অভিযান চালান CID আধিকারিকরা। তাঁর বাড়ি থেকে ১কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। টাকার পরিমান আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

মাছ ব্যবসায়ীর বাড়িতে কোটি টাকা

মাছ ব্যবসায়ীর বাড়িতে কোটি টাকা

এসএসসি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ একাধিক ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল। তারপর আবার সিআইডি মালদহের গাজোলে তল্লাশি চালিয়ে বিপুল টাকা উদ্ধার হয়েছে। বিপুল পরিমাণ টাকা উদ্ধার করা হয়েছে। সেই টাকা গুণতে গিয়ে হিমসিম খেয়েছেন। সেই টাকা গুনতে যন্ত্রও নিয়ে আসা হয়েছে। মালদার গাজোল ঘাকশোলে ভারত সেবা আশ্রমের ঠিক বিপরীতে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে জয়প্রকাশ সাহার বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। এখনও পর্যন্ত ১ কোটি ৪০ লাখ টাকা গোনা সম্ভব হয়েছে। তাঁর বাড়িতে বিপুল টাকা রয়েছে বলে অনুমান। সূত্রের খবর পচারের টাকা সেই মাছ ব্যবসায়ী জয়প্রকাশ সাহার বাড়িতে রাখা হত।

গ্রেফতার এনামূল ঘনিষ্ঠ

গ্রেফতার এনামূল ঘনিষ্ঠ

এদিকে আবার গরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হয়েছে এনামূল ঘনিষ্ঠ জেনারুলকে। মুর্শিদাবাদ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছ। বেআইনিভাবে গরুপাচারে যুক্ত ছিলেন জঙ্গিপুরের এই ব্যবসায়ী। সিআইডির অভিযোগ ১৮০০ গরু কিনে, তার মধ্যে ১২০০ গরুকে মৃত বা নিখোঁজ দেখিয়ে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হত। এনামূলের সঙ্গে মিল সীমান্তে গরুপাচার করতেন তাঁরা।

বিধায়কের বাড়িতে সিবিআই

বিধায়কের বাড়িতে সিবিআই

এদিক আবার শহরে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। এবার িচটফান্ড কাণ্ডের তদন্তে শুরু হয়েছে তল্লাশি। টিএমসি বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দিয়েছে সিবিআই। একই সঙ্গে হালিশহর এবং কাঁচড়াপাড়ার দুই কাউন্সিলরের বাড়িতেও হানা দিয়েছে সিবিআই। চিটফান্ড কাণ্ডে গ্রেফতার হালিশহরের েচয়ারম্যান রাজু সাহানির গ্রফতারির পরেই একের পর এক সিবিআই হানা চলছে। শহরের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই।

শহরে তল্লাশি

শহরে তল্লাশি

বিধায়ক সুবোধ অধিকারীর ৪টি বাড়িতে সিবিআই তল্লাশি শুরু হয়েছে। কলকাতা শহরের একাধিক জায়গায় তল্লাশি চলছে। বিটিরোড, পাইকপাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছে সিবিআই। সুবোধ অধিকারীর স্ত্রীকেও জেরা করা হয়েছে। এমনকী রাজু ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে হানা দিয়েছে সিবিআই। সুবোধ অধিকারীর দক্ষিণদাঁড়িতে ফ্ল্যাটের হদিশ। সেখানেও হানা দেয় সিবিআই।

সেন্ট্রাল ভিস্তার আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কী অপেক্ষা করছে দর্শকদের জন্যসেন্ট্রাল ভিস্তার আংশিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, কী অপেক্ষা করছে দর্শকদের জন্য

English summary
CID recover Crore of Rupee from a Fish Businessman house of Maldha Gajol
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X