For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উত্তেজনা শীতলকুচিতে, কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর অভিযোগ, ৪ভোটারের মৃত্যু

ফের উত্তেজনা শীতলকুচিতে, কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানর অভিযোগ, ৪ তৃণমূল সমর্থকের মৃত্যু

Google Oneindia Bengali News

ফের উত্তপ্ত কোচবিহারের শীতলকুচি। জোরপাখরিতে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। কমপক্ষে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী বলে বলে দাবি। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। মাদ্রাসা বুথে গুলি চালানোর অভিযোগ।

ভোটের বলি ৪

ভোটের বলি ৪

চতুর্থ দফার ভোট গ্রহনের প্রথম থেকেই উত্তপ্ত কোচবিহারের শীতলকুিচ। দফায়দফায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সকালে কোচবিহারের সকালে শীতলকুচির পাগলাপীরে ভোটের লাইনে গুলি চালানোর অভিযোগ। বিজেপি গুলিতে বিজেপি কর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যদিও প্রথমে মৃত যুবকের রাজনৈতিক পরিচয় জানা যায়নি। তারপরেই তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি সমর্থক হওয়ায় তাঁর উপর গুলি চালানো হয়েছে।

কেন্দ্রীয় বাহিনীর গুলি

কেন্দ্রীয় বাহিনীর গুলি

কোচবিহারের জোরপাখরিতে ফের গুলি চালানোর ঘটনা ঘটেছে। এবার কাঠগড়ায় কেন্দ্রীয় বাহিনী। জোরপাখরিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ৪ জন মারা গিয়েছেন। মাদ্রাসা বুথের বাইরে গুলি চালানো হয় বলে অভিযোগ। হামিদুল হক,হামিউল হক, নুর আলম নামে তিন জনের দেহ মাথাভাঙা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকজন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

কমিশনের রিপোর্ট তলব

কমিশনের রিপোর্ট তলব

কোচবিহারের জোরপাখরিতে গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় বাহিনী দায়ী তা স্বীকার করে নিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে। কতজন আহত হয়েছে তাঁর সংখ্যা এখনও স্পষ্ট নয়। একের পর এক অ্যাম্বুলেন্সে আহতদের নিয়ে আসা হচ্ছে মাথাভাঙা হাসপাতালে। তাঁদের মধ্যে অবস্থা আশঙ্কা জনক বলে জানা গিয়েছে। সকলেই তৃণমূল কংগ্রেস সমর্থক বলে জানা গিয়েছে। এসডিও অফিস ঘেরাওয়ের হুঙ্কার দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতারা।

তৃণমূলের অভিযোগ

তৃণমূলের অভিযোগ

ঘটনার পরেই তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন যা কখনও হয়নি তা এবারের ভোটে হয়েছে। পুলিশের গুলিতে ভোটাররা মারা যাচ্ছেন। প্রসঙ্গত উল্লেখ্য চতুর্থ দফার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার দাবি করেছেন কেন্দ্রীয় বাহিবী বিজেপির হয়ে কাজ করছে। ভোটারদের ভোট দানে বাধা দেওয়া হচ্ছে। এদিকে আবার কোচবিহারের বিজেপি সাংসদ নীশীথ প্রামাণিক দাবি করেছেন কেন্দ্রীয় বাহিনী থাকায় শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে।

রাতেই ভাঙর থানার আইসিকে বদল, নওসাদকে একাধিক বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগরাতেই ভাঙর থানার আইসিকে বদল, নওসাদকে একাধিক বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ

English summary
Centrl force firing at Coochbihar Sital kuchi 4 dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X