For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আবাস যোজনার দুর্নীতির তদন্তে বাংলায় পা রেখেই রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় প্রতিনিধি দল

রাজ্য জুড়ে আবাস যোজনার দুর্নীতির বিস্তর অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগের সত্যতা অনুসন্ধানে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল অনুসন্ধান চালাচ্ছে। এবার মহকুমা পরিষদ এলাকা সহ পাহাড়ের আবাস যোজনাতেও কতটা দুর্নীতি! আর

  • |
Google Oneindia Bengali News

রাজ্য জুড়ে আবাস যোজনার দুর্নীতির বিস্তর অভিযোগ উঠে এসেছে। এই অভিযোগের সত্যতা অনুসন্ধানে রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল অনুসন্ধান চালাচ্ছে। এবার মহকুমা পরিষদ এলাকা সহ পাহাড়ের আবাস যোজনাতেও কতটা দুর্নীতি! আর সেটাই সরজমিনে খতিয়ে দেখতে এনজেপি হয়ে দুই সদস্যের প্রতিনিধি দল এসে পৌছল শিলিগুড়ি মহকুমা পরিষদ দফতরে।

বাংলায় পা রেখেই রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় প্রতিন

বাকি আরও বেশ কয়েকটি দল রবিবারের মধ্যেই বাংলায় চলে আসবে বলে জানা যাচ্ছে।

শনিবার সকালে থেকেই শিলিগুড়ি মহকুমা পরিষদ দফতরের সভাকক্ষে উপস্থিত ছিলেন জেলা শাসক, মহকুমা শাসক সহ প্রশাসনিক আধিকারিকরা। বেলা ১২ টার সময় প্রথমে প্রতিনিধি দলের আসার কথা থাকলে ট্রেন দেরিতে চলার খবর পাওয়া যায়। শেষে সন্ধ্যার পর প্রতিনিধি দল নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছয়। এরপর সোজা চলে যান প্রশাসনিক দফতরে। সেখানে দীঘক্ষন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয় কেন্দ্রীয় প্রতিনিধি দলের।

তবে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্য করেন নি কেন্দ্রীয় প্রতিনিধি দল সহ প্রশাসনিক আধিকারিকরা। তবে প্রশাসনিক সুত্রে খবর পাঁচদিনের সফরে এসেছে নয়জনের এই প্রতিনিধি দল। মহকুমা এলাকায় যাওয়ার পাশাপাশি দার্জিলিং পাহাড় ও কালিম্পং পাহাড়ে গিয়েও উপভোক্তাদের সঙ্গে কথা বলতে পারেন তারা। আগামীকাল সরজমিনে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিমমেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলাতেও প্রতিনিধি দল আসছে বলে জানা যাচ্ছে।ইতিমধ্যে এই বিষয়ে পঞ্চায়েত সচিবকে চিঠি দিয়ে জানিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক।

যেখানে স্পষ্ট বলা হয়েছে, কেন্দ্রীয় দলকে রাজ্য প্রশাসন সবরকম ভাবে সাহায্য করবে। এবার দশজনের একটি প্রতিনিধি দল বাংলাতে আসছে বলে জানা যাচ্ছে। গতবার দুটি জেলাতে প্রতিনিধি দলের সদস্যরা গেলেও এবার একাধিক জেলাতে আবাস যোজনা নিয়ে তৈরি হওয়া কেলেঙ্কারি একেবারে সরজমিনে খতিয়ে দেখবেন এমনটাই জানা যাচ্ছে।

বিরোধী দলনেতা জানিয়েছেন, আবাস দুর্নীতিতে জড়িত কাউকে ছাড়া হবে না। তাঁর অভিযোগের ভিত্তিতেই এই টিম বাংলায় আসছে। যোগ্য মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাবেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। যদিও বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ এনেছে শাসক তৃণমূল। মিথ্যা এবং ভুল বুঝিয়ে কেন্দ্র থেকে টিম নিয়ে আসা হচ্ছে। আবাস যোজনা নিয়ে নবান্ন যথেষ্ট ওয়াকিবহাল বলে দাবি তৃণমূলের।

বলে রাখা প্রয়োজন, এই নিয়ে দ্বিতীয়বার বাংলায় এল কেন্দ্রীয় প্রতিনিধি দল।

English summary
Central team meeting in West Bengal as they came to investigate on awas yojana
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X