For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল টাকা তুলবে প্রতি মদের বোতল থেকে! রাজ্যে বড় দুর্নীতির ইঙ্গিত দিয়ে বিস্ফোরক সুকান্ত মজুমদার

দিনহাটার (dinhata) উপনির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিজেপি। এদিন বিকেলে সেই দিনহাটায় একসঙ্গে উপস্থিত বিজেপির (bjp) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar), প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রার্থী অশোক মণ

  • |
Google Oneindia Bengali News

দিনহাটার (dinhata) উপনির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বিজেপি। এদিন বিকেলে সেই দিনহাটায় একসঙ্গে উপস্থিত বিজেপির (bjp) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (sukanta majumdar), প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, প্রার্থী অশোক মণ্ডল, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন সুকান্ত মজুমদার তৃণমূলকে (trinamool congress) কড়া আক্রমণ করেন।

জিটিএ নির্বাচন নিয়ে নিশানা

জিটিএ নির্বাচন নিয়ে নিশানা

এদিন কার্শিয়াং-এ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটার তালিকা সংশোধনের পরে জিটিএ-র নির্বাচন করা হবে। এব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, দীর্ঘদিন ধরে জিটিএ-র অডিট হয়নি। সেখানে নির্বাচন করারও হয়নি। ফলে সেখানে নির্বাচনটা জরুরি। কিন্তু সেখানে যেন নির্বাচনের মতো নির্বাচন করানো হয়, দিদি নির্বাচনের যে ভাষা বোঝেন, তা যেন না হয় বলেছেন তিনি। শুধু নির্বাচনের সময়ে পাহাড়ে একটি দলের যাওয়া এবং বিভাজনের রাজনীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের এক পুলিশকে গুলি করে মারার প্রধান অভিযুক্ত দিদির কোলে বসে দোল খাচ্ছেন বলে কটাক্ষ করেন তিনি। সুকান্ত মজুমদার বলে জিটিএ তৈরির মধ্যেই গণ্ডগোল রয়েছে।

সারদা-নারদার থেকে বড় দুর্নীতি হতে চলেছে

সারদা-নারদার থেকে বড় দুর্নীতি হতে চলেছে

তৃণমূল গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। যা নিয়ে পাল্টা সুকান্ত মজুমদার বলেন, তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি বিদ্যুতের বিল থেকে টাকা পায়। সামনের দিনগুলিতে সারদা-নারদার থেকে বড় দুর্নীতি রাজ্যে হতে চলেছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার বিলাতি মদ বিক্রির জন্য টেন্ডার দিয়েছে। এর আগে রাজ্যের থাকা সব মদের ডিস্ট্রিবিউটরশিপ বন্ধ করে দেওয়া হয়। এবার পশ্চিমবঙ্গ সরকার বলেছেন, যাদের শেষ তিনবছরে ২০০ কোটির ওপরে টার্নওভার রয়েছে, তাদেরই ডিস্ট্রিবিউটরশিপ দেওয়া হবে। সরকারের এই বিজ্ঞপ্তির জেরে রাজ্যের কোনও ব্যবসায়ী এতে অংশগ্রহণ করতে পারবে না। এর জন্য দক্ষিণ ভারতের ব্যবসায়ীকে নির্দিষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এই প্রক্রিয়ায় প্রতি মদের বোতল থেকে তৃণমূল টাকা তুলবে বলে অভিযোগ করেছেন তিনি।

রাজনৈতিক ট্যুর মমতা

রাজনৈতিক ট্যুর মমতা

সুকান্ত মজুমদার এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরকে রাজনৈতিক ট্যুর বলে কটাক্ষ করে বলেছেন, তিনি সেখানে গিয়ে বিচের হাওয়া খেয়ে আসুন। তিনি বলেছেন, গোটা ভারত ঘুরে দেখে আসুন সেইসব রাজ্যে গণতন্ত্র কীভাবে পালিত হয়। কটাক্ষ করে তিনি বলেছেন, সব রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যান, তাঁকে স্বাগত জানানো হবে। তিনমাস পরে গোয়ায় তৃণমূলের মুখ্যমন্ত্রী হওয়ার দাবিকে কটাক্ষ করে তিনি বলেছেন, ভাল কথা তিনি প্রধানমন্ত্রী হবেন। বাংলা প্রবাদ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্নের কথা তিনি স্মরণ করিয়ে দেন। কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন, সেই প্রশ্ন করেন তিনি। বলেন, ধরে নিলাম পশ্চিমবঙ্গের ৪২ টির মধ্যে ৪২ টি আসন পাবে তৃণমূল (একইসঙ্গে তিনি বলেন, বিজেপি ২০টির বেশি আসন পাবে)। ধরে নেওয়া গেল গোয়ার ২ টি আসন, ত্রিপুরার ২ টি লোকসভার দুটিই পাবে তৃণমূল, এই শক্তি নিয়ে প্রধানমন্ত্রী কীভাবে ?

পরের ভোটেই বাংলায় বিজেপির সরকার

পরের ভোটেই বাংলায় বিজেপির সরকার

বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, তারা লড়াইয়ের জন্য তৈরি। তিনি আরও বলেছেন, তৃণমূলের জেহাদি মানসিকতা সারা ভারতের পাশাপাশি বাংলার মানুষ রুখে দেবেন। রাজ্যের বিজেপির শক্তি সম্পর্কে তিনি বলেন, অর্ধেকটা পেরিয়েছে বিজেপি। আর অর্ধেক পেরোতে ধাক্কা দরকার। পুরসভা ভোট, পঞ্চায়েত ভোট এবং পরে লোকসভা ভোটে লড়াই করে বিজেপি দেখিয়ে দেবে বলে আশাবাদী তিনি। পরের বিধানসভা নির্বাচনে বাকি অর্ধেক রাস্তা বিজেপি পার হয়ে যাবে বলেও দাবি করেছেন তিনি।

মমতার মুখে দার্জিলিং-এর সঙ্গে কাশ্মীর! সমস্যার স্থায়ী সমাধানের জন্য চাইলেন প্রস্তাব, জিটিএ নির্বাচনের ইঙ্গিতমমতার মুখে দার্জিলিং-এর সঙ্গে কাশ্মীর! সমস্যার স্থায়ী সমাধানের জন্য চাইলেন প্রস্তাব, জিটিএ নির্বাচনের ইঙ্গিত

English summary
Targeting Abhishek Banerjee engaging in corruption, State BJP president Sukanta Majumdar says TMC will going to raise money from every wine bottle.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X