For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির বিরুদ্ধে নির্দল প্রার্থী দাঁড়াচ্ছেন খোদ মণ্ডল সভাপতি, তুঙ্গে গোষ্ঠীকোন্দল

দলীয় প্রার্থীর বিরুদ্ধে এবার ভোটে সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছেন স্বয়ং মণ্ডল সভাপতি। বিজেপির মনোনীত প্রার্থীকে সুবিধাবাদী আখ্যা দিয়ে নিজে নির্দল হয়ে ভোটে লড়তে চলেছেন তিনি।

Google Oneindia Bengali News

দলীয় প্রার্থীর বিরুদ্ধে এবার ভোটে সম্মুখ সমরে অবতীর্ণ হতে চলেছেন স্বয়ং মণ্ডল সভাপতি। বিজেপির মনোনীত প্রার্থীকে সুবিধাবাদী আখ্যা দিয়ে নিজে নির্দল হয়ে ভোটে লড়তে চলেছেন তিনি। উত্তরবঙ্গের মেটেলি উত্তর মণ্ডলের সভাপতি রবার্ট মুণ্ডা কোনও রাখঢাক না করে নিজে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়ে পড়লেন বিজেপিরই প্রার্থীর বিরুদ্ধে।

বিজেপি প্রার্থী বিরুদ্ধে নির্দল দাঁড়াচ্ছেন খোদ মণ্ডল সভাপতি

প্রার্থী নিয়ে যে ক্ষোভ এখনও মেটেনি, তা স্পষ্ট হয়ে গেল মণ্ডল সভাপতির নির্দল প্রার্থী হওয়ার সিদ্ধান্তে। তাঁর অভিযোগ, নাগরাকাটায় দল সঠিক লোককে প্রার্থী করেনি। দল এমন একজনকে প্রার্থী করেছে, যিনি স্ত্রীকে পঞ্চায়েত প্রধান করতে গোপনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছিলেন।

বিজেপিকর্মীদের দাবি মেনেই তিনি নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ে নামছেন বলে জানিয়েছেন রবার্ট মুণ্ডা। উল্লেখ্য, বিধানসভায় বিজেপির তরফে প্রার্থী করা হয়েছে পুণা ভেংরা মুণ্ডাকে। তাঁর বিরুদ্ধেই অভিযোগের তির ছুঁড়েছেন মণ্ডল সভাপতি। তারপর নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমাও দিয়েছেন রবার্ট।

মঙ্গলবার মাল মহকুমা অফিসে মনোনয়ন জমা দিয়ে তিনি বলেন, যোগ্য লোক প্রার্থী হয়নি বলেই তাঁকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন নিতে হল। যিনি গোপনে তৃণমূলের সঙ্গে হাত মেলাতে পারেন, তিনি জিতলে দলকে পিছন থেকে ফের ছুরি মারতেও পারেন। তাই দলীয় কর্মীদের ইচ্ছায় তিনি প্রার্থী হচ্ছেন। বিজেপির প্রার্থী এ ব্যাপারে স্পিকটি নট। তিনি দলের উপরই সব ছেড়েছেন।

English summary
BJP’s mandal president files nomination as independent against party candidate in Bengal election.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X