For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাঙন অব্যাহত বিজেপিতে, পুরভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি হল জেলা সহ সভাপতির

ভাঙন অব্যাহত বিজেপিতে, পুরভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি হল জেলা সহ সভাপতির

Google Oneindia Bengali News

বিজেপি ভেঙেই চলেছে। একের পর এক নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরছেন। কলকাতা পুরভোটে পর্যুদস্ত হওয়ার পর যখন জেলার পুরভোটে সঙ্ঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে বিজেপি, তখনই ফের ভাঙনের মুখ পড়তে হল বিজেপিকে। এবার ভাঙন উত্তরবঙ্গে। জলপাইগুড়ির জেলার বিজেপি সহ সভাপতি দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে।

বিজেপি ছে়ড়ে তৃণমূলে জেলা সহ সভাপতি

বিজেপি ছে়ড়ে তৃণমূলে জেলা সহ সভাপতি

বিজেপির জলপাইগুড়ি জেলা সহ সভাপতি ধরতিমোহন রায় রবিবার যোগ দেন তৃণমূলে। গেরুয়া শিবিরে তাঁকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। তাই পুরভোটের মুখে তিনি পুরনো দলে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন। জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ ও চেয়ারম্যান খগেশ্বর রায়ের হাত ধরে তাঁর ঘরওয়াপসি হল। তিনি তৃণমূলে যোগ দিয়ে বলেন, ঘরে ফেরার অনুভূতি হচ্ছে তাঁর। এতদিনে তিনি প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছেন।

তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে নিশানা

তৃণমূলে যোগ দিয়ে বিজেপিকে নিশানা

ধরতিমোহন রায় তৃণমূলে তাকাকালীন জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ছিলেন। তিনি এরপর তৃণমূল ছেড়ে যোগ দেন বিজেপিতে। বিজেপি তাঁকে জেলার সহ সভাপতি করে। কিন্তু আদতে তাঁকে নিস্ক্রিয় করে রাখা হয় বলে তিনি অভিযোগ করেন। তৃণমূলে যোগ দিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে মুখ খোলেন।

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন

তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন

তৃণমূলে যোগ দিয়ে তিনি বলেন, আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। নিশ্চয় বিজেপিতে যাওয়ার পিছনে কোনও কারণ ছিল। কিন্তু বিজেপিতে গিয়ে তিনি একপ্রকার নিষ্ক্রিয় হয়েছিলেন। তাঁকে গুরুত্বহীন করে রাখা হয়েছিল। তিনি এদিন বলেন, তৃণমূল ছাড়ার পরও দলের নেতারা তাঁরা খোঁজ নিতেন। অন্য দল করলেও যোগাযোগ ছিলই।

ধরতিমোহন রায়ের দলত্যাগে বিজেপির বার্তা

ধরতিমোহন রায়ের দলত্যাগে বিজেপির বার্তা

ধরতিমোহন রায়ের দলত্যাগ প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়, তিনি তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তাই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার সময় তাঁকে জেলার সহ সভাপতি করা হয়েছিল। তারপরও তিনি বলছেন তাঁকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। ওনার ধারণা ছিল, উনি বিজেপিতে এসে বিধানসভার টিকিট পাবেন। তা না হওয়াতেও দলের বিরুদ্ধে অভিযোগ করছেন।

টিকিট না পেয়ে দলের কাজ থেকে নিষ্ক্রিয় হন!

টিকিট না পেয়ে দলের কাজ থেকে নিষ্ক্রিয় হন!

বিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়, টিকিট না পেয়ে দলের কাজ থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন ধরতিমোহন রায়। এবার তিনি তৃণমূলে যোগ দিলেন। তাঁর তৃণমূলে যোগদানে বিজেপির কোনও ক্ষতি হবে না। তিনি ২০১৬-র নির্বাচনে তৃণমূলের টিকিটে জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছিলেন।

২০১৬-য় তৃণমূল প্রার্থী হেরেছিলেন কংগ্রেসের কাছে

২০১৬-য় তৃণমূল প্রার্থী হেরেছিলেন কংগ্রেসের কাছে

২০১৬-য় তৃণমূল প্রার্থী ধরতিমোহন রায়ের বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন ড. সুখবিলাস বর্মা। সেই নির্বাচনে তিনি পরাজিত হওয়ার পর তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন ধরতিমোহন রায়। তিনি বলেছিলেন, তৃণমূলের একাংশ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তাঁকে হারিয়ে দিয়েছেন। এরপরই তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। ফের তিনি ফিরে গেলেন তৃণমূলে।

English summary
BJP’s Jalpaiguri district vice president joins in TMC before Municipal Election 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X