For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মে মাসের পর মমতাও জয় শ্রীরাম বলবেন, কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনায় তৃণমূল নেত্রীকে খোঁচা শাহের

মে মাসের পর মমতাও জয় শ্রীরাম বলবেন, কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনায় তৃণমূল নেত্রীকে খোঁচা শাহের

Google Oneindia Bengali News

মে মাসের পর জয় শ্রীরাম বলবেন মমতাজি। কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনার মঞ্চ থেকে জয় শ্রী রাম স্লোগান বিতর্ক নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীকে কটাক্ষ বিজেিপ নেতা অমিত শাহের। জয় শ্রীরাম স্লোগান বললেই রেগে যাচ্ছেন মমতা। ভারতে জয় শ্রীরাম স্লোগান উঠবে না তো কি সেটা পাকিস্তানে বলা হবে বাংলার মমতা সরকারকে নিয়ে তির্যক আক্রমণে বিঁধেছেন অমিত শাহ।

জয় শ্রীরাম স্লোগান বিতর্ক

জয় শ্রীরাম স্লোগান বিতর্ক

জয় শ্রীরাম স্লোগান নিয়ে উত্তপ্ত বঙ্গের রাজ্য রাজনীতি। নেতাজির অনুষ্ঠানে মমতা বলতে উঠলেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়। রাগে সেই অনুষ্ঠানে অব বক্তব্যই রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সামনেই তাঁকে ডেকে এনে অপমান করা হয়েছে বলে অভিযোদ করেন মমতা। প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন অন্ধ ধর্মান্ধ এই স্লোগান দিয়েছে বলে প্রকাশ্যে অভিযোগ করেছেন মমতা। তারপরেই জয় শ্রীরাম স্লোগান নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

মমতাও বলবেন জয় শ্রীরাম

মমতাও বলবেন জয় শ্রীরাম

কোচবিহারে পরিবর্তন যাত্রার সূচনায় ফের সেই জয় শ্রীরাম স্লোগান তুললেন বিজেপির সেনাপতি অমিত শাহ। তিনি তৃণমূল কংগ্রেস নেত্রীকে খোঁচা দিয়ে বলেছেন, জয় শ্রীরাম বললেই মমতাদিদি রেগে যাচ্ছেন। জয় শ্রীরাম স্লোগান ভারতে দেওয়া হবে না তো কি পাকিস্তানে দেওয়া হবে বলে কটাক্ষ করেছেন শাহ। এমনকী অমিত শাহ দাবি করেছেন ভোট শেষ হতে হতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করবেন। এর আগে বিজেপির রাজ্য সভাপতি কটাক্ষ করে বলেছিলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হবে।

২০০-র বেশি আসনে জয়

২০০-র বেশি আসনে জয়

রাজ্যে এসে প্রথমে ২০০ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন বিজেপির সেনাপতি অমিত শাহ। কোচবিহারে বিজেপির চতুর্থ পরিবর্তন যাত্রার সূচণা করে ২০০-বেশি আসনে বিজেপি জিতবে বলে দাবি করেছেন তিনি। উত্তরবঙ্গে লোকসভা ভোটে ভাল ফল করেছে বিজেপি। সেই জয়ের ধারা একুশের ভোটেও বজায় রাখতে মরিয়া তিনি। সেকারণেই ভোট ব্যাঙ্ক রক্ষায় রাজবংশী ভোটারদের টার্গেট করেছেন অমিত শাহ। আর সেই জোরেই রাজ্যে একুশের ভোটে ২০০ বেশি আসন পাবে বিজেপি দাবি করেছেন বিজেপির সেনাপতি।

রাজবংশী ভোট দখলে শাসক দলও

রাজবংশী ভোট দখলে শাসক দলও

রাজবংশী ভোট দখলে মরিয়া শাসক দলও। অমিত শাহ আসার আগেই রায়গঞ্জে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজবংশীদের উন্নয়নের বার্তা দিয়েছেন। রাজবংশীদের উন্নয়নে রাজ্য সরকার কী কী উন্নয়নের কাজ করেছে তার খতিয়ান দিয়েছে। ২০০টি রাজবংশীদের জন্য স্কুল খুলে দিয়েছে রাজ্য সরকার এমনই দাবি করেছেন মমতা। তাঁদের উন্নয়নে একমাত্র মমতা সরকারই কাজ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার আগে রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটলিয়নের ঘোষণা করেছিলেন মমতা।

২০১৯ এর প্রতিশ্রুতি কেন এখনও রাখা হল না? শাহের সভাস্থলে পড়ল পোস্টার২০১৯ এর প্রতিশ্রুতি কেন এখনও রাখা হল না? শাহের সভাস্থলে পড়ল পোস্টার

English summary
BJP leader Amit Shah claimed TMC leader Mamata Banerjee will pronounced Jai SriRam
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X