For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিনহাটায় ২০২১ নয়, ২০০৬-এর পুনরাবৃত্তি হবে! বিজেপি প্রার্থী স্মরণ করালেন বাম আমলের ভোটের কথা

৩০ অক্টোবর বিধানসভার উপনির্বাচন (by e'ection) হতে যাচ্ছে কোচবিহারের দিনহাটায় (dinhata)। এদিন সেখানে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udanyan guha)। তৃণমূল (trinamool congress) এবং বিজেপি (bjp) প্রার্থী উভয়েই

  • |
Google Oneindia Bengali News

৩০ অক্টোবর বিধানসভার উপনির্বাচন (by e'ection) হতে যাচ্ছে কোচবিহারের দিনহাটায় (dinhata)। এদিন সেখানে মনোনয়ন জমা দেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udanyan guha)। তৃণমূল (trinamool congress) এবং বিজেপি (bjp) প্রার্থী উভয়েই জয়ের দাবিদার হলেও বিজেপি প্রার্থীর দাবি ফল হবে ২০০৬-এর মতো।

সার্টিফিকেট হাতে পাওয়ার অপেক্ষায় তৃণমূল

সার্টিফিকেট হাতে পাওয়ার অপেক্ষায় তৃণমূল

কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন বলেছেন, তাঁরা সার্টিফিকেট হাতে পাওয়ার অপেক্ষায়। তিনি বলেছেন, তৃণমূলের বিজয় রথ সারা বাংলায় চলছে, দিল্লির দিকে এগোচ্ছে। দিনহাটায় তাদের কোনও প্রতিবন্ধকতা নেই বলে দাবি করেছেন, তৃণমূল জেলা সভাপতি।

ফল হবে ২০০৬-এর মতো

ফল হবে ২০০৬-এর মতো

এদিন সকালে দিনহাটার বিজেপি প্রার্থী অশোক মণ্ডল সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, বামফ্রন্টের আমলে ২০০৬ সালে তিনি দিনহাটায় উদয়ন গুহকে হারিয়েছিলেন। এবার তারই পুনরাবৃত্তি হবে। দল তাঁকে প্রার্থী করায় উপনির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছিলেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য ২০০৬ সালে এই অশোক মণ্ডল ছিলেন তৃণমূলে। আর উদয়ন গুহ প্রথমবারের জন্য দিনহাটা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই নির্বাচনে উদয়ন গুহ হেরে গিয়েছিলেন অশোক মণ্ডলের কাছে। ১৯৭৭ সালের পরে প্রথমবার দিনহাটা আসন বামফ্রন্টের হাতছাড়া হয়। এই দিনহাটা কেন্দ্রে দীর্ঘদিনের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ছিলেন উদয়ন গুহর পিতা কমল গুহ। ২০১১ সালের নির্বাচনে উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লক প্রার্থী হিসেবে দিন হাটা থেকে জিতেও পরে তিনি তৃণমূলে যোগ দেন এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে তিনি জয়ী হন। কিন্তু ২০২১-এর নির্বাচনে তিনি নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মাত্র ৫৭ ভোটে পরাজিত হন। এর মধ্যে অশোক মণ্ডলও তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেন।

মিছিল করে মহকুমা শাসকের দফতরে উদয়ন

মিছিল করে মহকুমা শাসকের দফতরে উদয়ন

এদিন উপনির্বাচনের জন্য মনোনয়ন পেশ করলেন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। করোনা বিধি মেনে দলের জেলা সভাপতি গিরিন্দ্রনাথ বর্মন এবং দিনহাটা দুই-এর ব্লক সভাপতি বিষ্ণু সরকারকে সঙ্গে নিয়ে মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন উদয়ন গুহ। এছাড়াও মনোনয়ন জমা দেওয়ার পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, বিনয় বর্মন, পার্থপ্রতিম রায়, রবীন্দ্রনাথ ঘোষের মতো নেতারা।

লড়াই পদ্মফুলের বিরুদ্ধে

লড়াই পদ্মফুলের বিরুদ্ধে

উদয়ন গুহ বলেছেন, তাদের লড়াই পদ্মফুলের বিরুদ্ধে। তাই বিজেপি প্রার্থীকে আলাদা করে কিছু দেখছেন না। বিজেপি প্রার্থীর দাবি, ফল হবে ২০০৬-এর মতো, এব্যাপারে উদয়ন গুহ বলেছেন, রাতে স্বপ্ন দেখেছিলেন, সেই কথা তিনি সকালে বলেছেন। মনোনয়ন জমা দেওয়ার পরে এবার সাধারণ মানুষের কাছে যাবেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে কে দাঁড়াল তা নিয়ে তিনি বিচলিত নন বলেই জানিয়েছেন উদয়ন গুহ।

Assembly Election 2022: উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ ৫ রাজ্যে ভোটারদের আকৃষ্ট করতে ভিন্ন পন্থা বিজেপিরAssembly Election 2022: উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ ৫ রাজ্যে ভোটারদের আকৃষ্ট করতে ভিন্ন পন্থা বিজেপির

English summary
As both of them are changed party BJP candidate from Dinhata Ashok Mondal claims he will defeat TMC's Udayan Guha as he did in the year 2006.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X