For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে মোহভঙ্গে তামাং কি ফের গুরুংয়ের হাত ধরবেন, পাহাড়ে নয়া সমীকরণের জল্পনা

তৃণমূলে মোহভঙ্গে তামাং কি ফের গুরুংয়ের হাত ধরবেন, পাহাড়ে নয়া সমীকরণের জল্পনা

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল নেতা বিনয় তামাং গোর্খাল্যান্ডের মঞ্চে যাওয়ার পর এখনও তিন সপ্তাহ কাটেনি। এরই মধ্যে নিজেকে তৃণমূল থেকে বিচ্ছিন্ন করে ফেললেন বিনয় তামাং। বিমল গুরুংয়ের ডাকে সাড়া দিয়ে গোর্খাল্যান্ড-মঞ্চে গিয়ে তিনি দলবিরোধী অবস্থান নিয়েছিলেন। তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল পাহাড় রাজনীতি গুরুত্বপূর্ণ মোড় নিতে চলেছে।

বিনয়ের দলবদলে পাহাড়ে নতুন সমীকরণ

বিনয়ের দলবদলে পাহাড়ে নতুন সমীকরণ

প্রশ্ন উঠেছিল, তবে কি দার্জিলিং তৃণমূলে ভাঙন ধরতে চলেছে? পাহাড়ে তৃণমূলের অন্যতম প্রধান মুখ বিনয় তামাং দলবদল করতে চলেছেন? আর সেটা সত্যি হওয়ার পর আবার পাহাড়ে নতুন সমীকরণ তৈরির অপেক্ষা। কী সেই সমীকরণ, তা নিয়ে চর্চা শুরু হয়েছে পাহাড় রাজনীতির অলিন্দে।

গোর্খাল্যান্ড ইস্যু মাথাচাড়া দেবে পাহাড়ে

গোর্খাল্যান্ড ইস্যু মাথাচাড়া দেবে পাহাড়ে

বিনয় তামাং গোর্খাল্যান্ডের মঞ্চে গিয়েই বলে দিয়েছিলেন, দল পরে আগে গোর্খ্যালান্ড। অর্থাৎ গোর্খাল্যান্ডের ডাক এলে তিনি কোন দলে আছেন, তার অ্যাজেন্ডা কী- তা তিনি গুরুত্ব দেবেন না। গোর্খাল্যান্ড দাবিকেই সমর্থন করবেন। এবার তিনি দলের সেই পিছুটানটুকুও ছিন্ন করলেন। অর্থাৎ পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে যে গোর্খাল্যান্ড ইস্যু মাথাচাড়া দেবে, তা সহজেই অনুমেয়।

গুরুং-তামাং মিলতে পারেন পাহাড়ে

গুরুং-তামাং মিলতে পারেন পাহাড়ে

বিনয় তামাংয়ের তৃণমূল ছাড়ার মূলে রয়েছে গোর্খ্যাল্যান্ড ইস্যু। এখন এই গোর্খাল্যান্ড ইস্যুই ফের বিমল গুরুং ও বিনয় তামাংকে এক করতে পারে। ফের গুরুং-তামাং মিলতে পারেন গোর্খাল্যান্ডের দাবিতে। বিমল গুরুং পাহাড় রাজনীতিতে গৌন হয়ে পড়ছেন। তাই ফের গুরুত্ব ফেরাতে গোর্খাল্যান্ডকেই তিনি হাতিয়ার করতে চলেছেন।

পাহাড়ের রাজনীতি অন্য খাতে

পাহাড়ের রাজনীতি অন্য খাতে

পঞ্চায়েত নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতিকে অন্য খাতে বইয়ে দিতে তিনি ইতিমধ্যে গোর্খাল্যান্ড দাবিকে ভাসিয়ে দিয়েছেন পাহাড়ে। ইতিমধ্যেই একই মঞ্চে এনেছেন বিনায় তামাং ও অজয় এডওয়ার্ডকে। বিজেপির সমর্থন আদায় করা তাঁদের কাছে খুবই সহজ। আর তা হলে জিএনএলএফকেও তারা পেয়ে যাবেন সঙ্গে।

অনীত-তৃণমূল বনাম বিমল-বিনয়-অজয়

অনীত-তৃণমূল বনাম বিমল-বিনয়-অজয়

শুধু অনীত থাপা নতুন দল গড়ে এখন পাহাড়ে রাজ সিংহাসনে বসে রয়েছেন। তৃণমূলের সমর্থন তাঁর দিকেই। অনীত থাপা এখন জিটিএর প্রধান। আবার দার্জিলিং পুরসভাও তাঁর দখলে। ফলে অনীত থাপার প্রজাতান্ত্রিক মোর্চা আর তৃণমূলের জোটের বিরুদ্ধে গুরুং-তামাংরা ফের সঙ্ঘবদ্ধ হতে পারেন এবং গোর্খ্যাল্যান্ডের আওয়াজ তুলে পাহাড়কে অশান্ত করে তুলতে পারেন।

বিমল-বিনয়-অজয় এক মঞ্চে

বিমল-বিনয়-অজয় এক মঞ্চে

সম্প্রতি দিল্লিতে প্রায় দু-ঘণ্টা ধরে গোর্খাল্যান্ডের দাবিতে এক সেমিনার হয়েচে। সেখানেই গোর্খা জনমুক্তি মোর্চা প্রধান বিমল গুরুং, হামরো পার্টির সুপ্রিমো অজয় এডওয়ার্ড, সদ্য প্রাক্তন তৃণমূল নেতা বিনয় তামাংও ছিলেন। ফলে এই তিনজন পাহাড়ে জোট বাঁধতে পারেন গোর্খাল্যান্ড ইস্যুকে সামনে রেখে, তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পাহাড়ে নতুন সমীকরণের জল্পনা

পাহাড়ে নতুন সমীকরণের জল্পনা

নতুন বছরের প্রথমেই গোটা রাজ্যের সঙ্গে পাহাড়েও পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে পাহাড়ে তিনটি পুরবোর্ডের নির্বাচনও হবে। এই অবস্থায় গোর্খা জনমুক্তির মোর্চার সেমিনারে পাহাড়ের শীর্ষ নেতৃত্বের এক মঞ্চে উঠে আসা তাৎপর্যপূর্ণ। পাহাড়ে ফের নতুন সমীকরণ তৈরি হওয়া স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দার্জিলিং পুরসভায় পালাবদলের দিনেই ঝটকা, তৃণমূল ছাড়লেন গোর্খা-নেতা বিনয় তামাংদার্জিলিং পুরসভায় পালাবদলের দিনেই ঝটকা, তৃণমূল ছাড়লেন গোর্খা-নেতা বিনয় তামাং

English summary
Binoy Tamang joins with Bimal Gurung after leaving TMC and hill politics can be changed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X