For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘বন্ধু’ অনীতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মোর্চা ছেড়ে কোন রাজনৈতিক মঞ্চের সওয়ারি তামাং

‘বন্ধু’ অনীতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মোর্চা ছেড়ে কোন রাজনৈতিক মঞ্চের সওয়ারি তামাং

Google Oneindia Bengali News

বিমল গুরুং পাহাড় ছাড়ার পর বিনয় তামাং ও অনীত থাপা হাতে হাত মিলিয়ে কাজ করেছেন। গোর্খা জনমুক্তি মোর্চার দায়িত্ব সামলেছেন, আবার জিটিএও দায়িত্ব পালন করেছেন। কিন্তু একুশরে নির্বাচনের পর তাঁদরে বন্ধুত্ব ভেঙে যেতেই এক সময়ের ছায়াসঙ্গী অনীতের বিরুদ্ধে সরব হলেন বিনয় তামাং। অনীতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন তিনি।

অনীত থাপার বিরুদ্ধে তদন্ত চাইলেন বিনয় তামাং

অনীত থাপার বিরুদ্ধে তদন্ত চাইলেন বিনয় তামাং

বিনয় তামাংয়ের অভিযোগ, অনীত থাপার আমলে জিটিএতে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে। রাজ্য সরকারের কাছে তিনি তদন্তের আবেদনও করেছেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করে বিনয় তামাং দুর্নীতির অভিযোগে অনীত থাপার বিরুদ্ধে তদন্ত চাইলেন রাজ্য সরকারের কাছে। এর ফলে তাঁদের বন্ধুত্বে বিচ্ছেদ অনিবার্য হয়ে গেল।

বিনয় তামাং কেন দল ছাড়লেন, তা নিয়ে জল্পনা

বিনয় তামাং কেন দল ছাড়লেন, তা নিয়ে জল্পনা

বিনয় তামাং আগেই গোর্খা জনমুক্ত মোর্চা ছেড়েছিলেন। তাৎপর্যপূর্ণভাবে মোর্চা ছাড়ার পর তিনি বিমল গুরুংয়ের সঙ্গে বৈঠক করেন। এতদিন পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার দুটি গোষ্ঠী সক্রিয় ছিল। একটি বিমল গুরুংয়ের, অপরটি বিনয় তামাংয়ের। পাহাড়ে এবার নির্বাচনে উভয়েই ধাক্কা খায়, তব গুরুংয়ের থেকে ভালো ফল করেন বিনয় তামাং। তাহলে কেন তিনি দল ছাড়লেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

দুর্নীতির অভিযোগে পাহাড় রাজনীতিতে নতুন জল্পনা

দুর্নীতির অভিযোগে পাহাড় রাজনীতিতে নতুন জল্পনা

বিনয় তামাংয়ের মোর্চা ছাড়ার পর তাঁর ছায়াসঙ্গী অনীত থাপা ঘোষণা করেন তিনি পাহাড়ে নতুন দল গডবেন। সেই দলের নামও ঠিক হয়েছে গিয়েছে। গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আগামী ৯ সেপ্টেম্বর তাঁর নতুন দল আত্মপ্রকাশ করতে চলেছে। তাঁর এই নতুন দল তৈরির পরই অনীত থাপার বিরুদ্ধে বিনয় তামাংয়ের করা দুর্নীতির অভিযোগ পাহাড় রাজনীতিতে নতুন জল্পনার অবতারণা করেছে।

দুর্নীতিমুক্ত পাহাড় গড়ে তুলুক সরকার, সেটাই চাই

দুর্নীতিমুক্ত পাহাড় গড়ে তুলুক সরকার, সেটাই চাই

একদা রাজনৈতির বন্ধুর বিরুদ্ধে বিষোদ্গার করে বিনয় তামাং বলেন, রাজ্যের সর্বত্রই দুর্নীতি রয়েছে, দুর্নীতি রয়েছে পাহাড়েও। অনীত থাপার আমলে জিটিএতে দুর্নীতি সব সীমা ছাড়িয়ে গিয়েছে। রাজ্য সরকারের উচিত অবিলম্বে বিযয়টি তদন্ত করে দেখা। দুর্নীতিমুক্ত পাহাড় গড়ে তুলুক সরকার, সেটাই চাই। তাই এই আবেদন।

বিমল গুরুং পাহাড় ছাড়ার পর জুটি তামাং-থাপা

বিমল গুরুং পাহাড় ছাড়ার পর জুটি তামাং-থাপা

উভয়েই একদা গুরুম ঘনিষ্ঠ ছিলেন। বিমল গুরুং পাহাড় ছাড়ার পর তাঁরা দুজনেই গোর্খা জনমুক্তি মোর্চা চালাচ্ছিলেন। রাজ্য সরকার তথা তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে তাঁরা চলছিলেন। জিটিএ-র শীর্ষ দুই পদে ছিলেন তাঁরা। একুশের নির্বাচনে লড়াইয়ের জন্য বিনয় তামাং জিটিএ চেয়ারম্যানের পদ ছাড়েন। অনীত থাপা তাঁর স্থলাভিষিক্ত হন।

অন্য রাজনৈতিক প্লাটফর্মে সওয়ারি হচ্ছেন তামাং

অন্য রাজনৈতিক প্লাটফর্মে সওয়ারি হচ্ছেন তামাং

এদিকে বিনয় তামাংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও জল্পনা চলছে। তিনি কোন রাজনৈতিক প্লাটফর্ম ধরবেন, তা নিয়ে জল্পনা চলছে। বিনয় তামাং সম্প্রতি আভাস দেন, তিনি অন্য রাজনৈতিক প্লাটফর্মে সওয়ারি হচ্ছেন। তিনি বলেন, আমরা প্রথম প্লাটফর্ম ছিল জিএনএলএফ, দ্বিতীয় প্লাটফর্ম গোর্খা জনমুক্ত মোর্চা, আর তৃতীয় কী, তা নিয়ে চমক রাখছেন তামাং। তিনি সাফ জানিয়েছেন, সেই প্লাটফর্ম অনীত থাপার আসার সম্ভাবনা নেই।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Binoy Tamang increases speculation to join other political platform complaining against Anit Thapa,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X