For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনীত থাপা প্রমাণ করুক নাগরিকত্ব, চ্যালেঞ্জ বিমল গুরুংয়ের

অনীত থাপা প্রমাণ করুক নাগরিকত্ব, চ্যালেঞ্জ বিমল গুরুংয়ের

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) কেয়ারটেকার চেয়ারম্যান অনীত থাপাকে নাগরিকত্ব ইস্যুতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তাঁর প্রাক্তন গুরু বিমল গুরুং।

অনীত থাপা প্রমাণ করুক নাগরিকত্ব, চ্যালেঞ্জ বিমল গুরুংয়ের

বৃহস্পতিবার দলীয় কর্মসূচিতে গিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার একটি গোষ্ঠীর প্রধান বিমল গুরুং জানান, অনীত থাপা নেপালের নাগরিক বলে সে দেশের একটি পোর্টালে নথিপত্রের জেরক্সও পোস্ট করা হয়েছে। তথ্য যে মিথ্যে তা প্রমাণ করতে হবে অনীত থাপাকেই।

বিমল গুরুং আরও বলেন, 'আমার বিরুদ্ধে এমন কথা কেউ বললে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতাম এবং তা যে মিথ্যে সেটা প্রমাণ করে দোষীদের আইনি সাজার পথে নিয়ে যেতাম। বিমল গুরুংয়ের চ্যালেঞ্জ, অনীত থাপাকে নিয়ে নেপালের পোর্টাল যে ভুল পোস্ট করেছে সেটা ওঁকে প্রমাণ করতেই হবে। শুধু শুকনো বিবৃতি দিয়ে পাহাড়বাসীকে সন্তুষ্ট করতে পারবেন না অনীত।'

প্রসঙ্গত, দু'সপ্তাহ আগে একটি সূত্রের মাধ্যমে ছড়িয়েছে অনীত থাপার নেপালের পাসপোর্ট রয়েছে এবং সেটা দেখিয়ে তিনি দুবাইয়ে গিয়েছিলেন। সেই পাসপোর্ট অনুযায়ী, অনীত থাপার বাড়ি নেপালের ঝাঁপা জেলায়। ঝাঁপা হল ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার গা ঘেঁষা। মেচি নদীর ওপারে নেপালের ঝাঁপা, এপারে ভারতের দার্জিলিং। মিরিকের সঙ্গেও নেপাল সীমান্তে রয়েছে ঝাঁপার বিস্তৃতি।

নেপাল ভারতের বন্ধুরাষ্ট্র হওয়ায় ঝাঁপা ও দার্জিলিং জেলার মধ্যে রোজই যাতায়াত চলে অবাধেই। তাতেই অনীত থাপার নেপালের নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন গুরুং।

জারি লুকআউট নোটিশ, গাজিয়াবাদে র‌্যাফ মোতায়েনের মেয়াদ বাড়ল ৪ ফেব্রুয়ারি পর্যন্তজারি লুকআউট নোটিশ, গাজিয়াবাদে র‌্যাফ মোতায়েনের মেয়াদ বাড়ল ৪ ফেব্রুয়ারি পর্যন্ত

English summary
Bimal Gurung throws challenge to Anit Thapa
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X