For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য পুলিশের আধিকারিকদের বাড়িতে অভিযান দুর্নীতি দমন শাখার, দিনভর উত্তাল শিলিগুড়ি

রাজ্য পুলিশের আধিকারিকদের বাড়িতে অভিযান চালাল রাজ্যেরই দুর্নীতি দমন শাখা। এই ঘটনায় দিনভর উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ি। সোমবার শিলিগুড়িতে দুই আইসির আবাসনে হানা দেয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।

  • |
Google Oneindia Bengali News

রাজ্য পুলিশের আধিকারিকদের বাড়িতে অভিযান চালাল রাজ্যেরই দুর্নীতি দমন শাখা। এই ঘটনায় দিনভর উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ি। সোমবার শিলিগুড়িতে দুই আইসির আবাসনে হানা দেয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। রবিবার মালদা জেলায় কর্মরত এক আইসির আবাসনে হানা দেয় রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা। সেখানে তল্লাশি চালানো হয়।

রাজ্য পুলিশের আধিকারিকদের বাড়িতে অভিযান দুর্নীতি দমন শাখার

সোমবার দুপুরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে কর্মরত এক আইসির বাড়িতে হানা দেয় রাজ্যের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে কর্মরত ওই আইসির আবাসন শালবাড়ি বাজারের কাছে। সেখানে দুপুর ১টা নাগাদ রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার কর্তারা উপস্থিত হন। তারপর সেখানে তল্লাশি অভিযান শুরু হয়।

রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার পাঁচজনের একটি দল সেখানে গিয়ে তল্লাশি চালায়। আবাসনে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ওই আইসিও। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েকমাস ধরেই এই দুই আইসির ওপরে নজরদারি চালানো হচ্ছিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তরফে। সেইমতো রবিবার রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার দলটি শিলিগুড়িতে আসে।

রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার ওই দলটি প্রথমে মাটিগাড়ার উত্তরায়ন টাউনশিপে এক আইসির আবাসনে হানা দেয়। সোমবার শালবাড়িতে আর এক আইসির আবাসনে হানা দেয় তারা। মাটিগাডায় পুলিশ আধিকারিকের বাড়ি থেকে কিছু নথি তাঁরা বাজেয়াপ্ত করেন। তাঁরা মূলত খতিয়ে দেখেন, আয়োর সঙ্গে সঙ্গতিহীন ব্যয়, সম্পত্তির নথি খতিয়ে দেখেন তাঁরা। তারপর শালবাড়িতে আর পুলিশ আধিকারিকের বাড়িতে অভিযান চলে।

সম্প্রতি সরকারি কর্মীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে সক্রিয় হয়েছে নবান্ন। এই বিষয়ে তারা আগেই সিদ্ধান্ত নিয়েচিল। তাই কড়া হাতে তা মোকাবিলা করাই ছিল উদ্দেশ্য। এই নিয়ে সংশ্লিষ্ট আইসি বা সংশ্লিষ্ট থানার কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই নিয়ে উত্তরবঙ্গের তিন পুলিশ অফিসারের বাড়িতে তল্লাশ অভিযান চলল। সকাল থেকে সন্ধ্যা পেরিয়ে রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলে।

এখন প্রশ্ন এই তল্লাশি অবিযান কি এখনও চলবে? সূত্রের খবর উত্তর দিনাজপুর জেলা পুলিশের কোনও থানার আইসির বাড়িতেও চলতে পারে অভিযান। সুনির্দিষ্ট অবিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন শাখার অফিসাররা এই অভিযান চালান। রবিবারও মালদা জেলা পুলিশের অধীনস্থ চাঁচল থানার আইসির বাড়িতে অভিযান চলে। এদিন চলল শিলিগুড়ির মাটিগাড়া ও শালবাড়ি থানার আইসির বাড়িতে।

English summary
Anti corruption branch raids in house of state police officer’s flat in Siliguri.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X