For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কমিশনের নিয়ম মেনে করোনা পরীক্ষা করতে গিয়ে পজিটিভ রেজাল্ট নিয়ে বাড়ি ফিরলেন বিজেপি প্রার্থী

প্রত্যাবর্তন না পরিবর্তন। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কোভিড বিধি মেনে গণনা কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে। বাড়ানো হয়েছে কেন্দ্রের সংখ্যাও। কেন্দ্রের মধ্যেও যাতে কড়া ভাবে কোভিড বিধি মানা হয়

  • |
Google Oneindia Bengali News

প্রত্যাবর্তন না পরিবর্তন। হাতে আর মাত্র কয়েক ঘন্টা। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কোভিড বিধি মেনে গণনা কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে। বাড়ানো হয়েছে কেন্দ্রের সংখ্যাও। কেন্দ্রের মধ্যেও যাতে কড়া ভাবে কোভিড বিধি মানা হয় সেদিকে বাড়তি নজর রাখছে নির্বাচন কমিশন।

ইতিমধ্যে যদিও একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছে কমিশনের তরফে। কেন্দ্রে ঢুকতে গেলে অবশ্যই প্রয়োজন করোনা নেগেটিভ রিপোর্ট। আর সেই রিপোর্ট করতে বিভিন্ন জায়গাতে ভিড়।

করোনা পরীক্ষা করাতে গিয়ে পিজিটিভ হলেন প্রার্থী

করোনা পরীক্ষা করাতে গিয়ে পিজিটিভ হলেন প্রার্থী

রাত পোহালেই ভোট গণনা। তার আগেই করোনা আক্রান্ত হলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। ভোট গণনা কেন্দ্রে প্রবেশের জন্য প্রার্থী সহ দলের এজেন্টদের কোভিড রিপোর্ট নেগেটিভ থাকা বাধ্যতামূলক। সেই মতো শুক্রবার কোভিড টেস্ট করান বিজেপি প্রার্থী। এরপর শনিবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে বলে খবর। বিজেপি প্রার্থীর করোনার রেজাল্ট পজিটিভ আসার পরেই আতঙ্ক ছড়িয়েছে। প্রার্থীরকরোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তায় জেলার বিজেপি নেতৃত্ব।

হোম আইসোলেশনে প্রার্থী

হোম আইসোলেশনে প্রার্থী

জানা যায়, শারীরিক ভাবে কোনও সমস্যাই দেখা দেয়নি বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়ের শরীরে। গণনা কেন্দ্রে যাবেন বলে কমিশনের নিয়ম মেনেই করোনার পরীক্ষা করাতে যান তিনি। আর এরপরেই তাঁর রেজাল্ট পজিটিভ আসে। আর এই রেজাল্ট আসার পরেই হোম আইসোলেশনে চলে গিয়েছেন তিনি। তাঁর সংস্পর্শে গত কয়েকদিনে যারা এসেছেন তাঁদের সবাইকে করোনার পরীক্ষা করতে বলা হয়েছ। যদিও দলের অন্যান্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

কেন্দ্রে থাকবে বিজেপি সভাপতি

কেন্দ্রে থাকবে বিজেপি সভাপতি

এই অবস্থায় রবিবার বালুরঘাট কলেজে হওয়া ভোট গণনা কেন্দ্রে তাঁর জায়গায় নির্বাচনী এজেন্ট থাকবেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিনয় কুমার বর্মন। এই বিধানসভা ভোটে গঙ্গারামপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিদায়ী বিধায়ক গৌতম দাস। বিজেপির প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। অন্যদিকে, বাম-কংগ্রেস-ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) তরফে এই কেন্দ্রে লড়াই করছেন সিপিআইএমের নন্দলাল হাজরা। রাজনৈতিকমহলের মতে, এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বালুরঘাট, গঙ্গারামপুর এই সব কেন্দ্রে বিজেপি বেশ শক্ত। ফলে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী।

থাকতে হবে ভ্যাকসিনের দুটো ডোজ

থাকতে হবে ভ্যাকসিনের দুটো ডোজ

গণনা কেন্দ্রে মানতে হবে কোভিড বিধি। এজন্যে কমিশন কি ভাবছে তা জানাতে বলে মাদ্রাজ হাইকোর্ট। এরপরেই বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়। ভোট গণনার আগে নতুন করে বেশ কিছু নির্দেশিকা জারি করল কমিশন। গণনা কেন্দ্র থেকে যাতে করোনা না ছড়ায় সেদিকে তাকিয়ে একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানাল নির্বাচন কমিশন। যেমন গণনা কেন্দ্রে প্রার্থী ঢোকায় কড়া নিয়ম নির্বাচন কমিশনের। কোনও প্রার্থী যদি গণনা কেন্দ্রে প্রবেশ করতে চান, তাহলে হয় তাঁকে ভ্যাকসিনের দু'টি ডোজ় নিয়ে রাখতে হবে। শুধু তাই নয়, দেখাতে হবে কোভিড নেগেটিভ সার্টিফিকেট। নির্বাচন কমিশন জানিয়েছে, করোনা নেগেটিভ সার্টিফিকেট অন্তত ৪৮ ঘণ্টা আগে পেশ করতে হবে। অর্থাৎ একেবারে সাম্প্রতিকতম করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট থাকলে, তবেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন প্রার্থী ও তাঁর এজেন্ট।

আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে

আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে

করোনা আক্রান্ত কি না তা জানতে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে গণনার ৪৮ ঘণ্টা আগে। যদি করোনা রিপোর্ট না করা থাকে তাহলে প্রার্থী এবং তাঁর এজেন্টকে অবশ্যই আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে। আর তা করতে সব জায়গাতে ভিড় প্রার্থী এজেন্টদের।

English summary
ahead of west bengal assembly election 2021 bengal bjp candidate of gangarampur is covid positive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X