For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চা-বাগানে উলোটপুরাণ! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শ'য়ে শ'য়ে নেতা-কর্মীর

চা-বাগানে উলোটপুরাণ! তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শ'য়ে শ'য়ে নেতা-কর্মীর

  • |
Google Oneindia Bengali News

ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (arjun singh)-এর ঘরওয়াপসির পরে গেল গেল রব। তৃণমূল (trinamool congress) এবং অর্জুন সিং-এর দাবি, রাজ্যে আর কয়েকমাসের মধ্যে বিজেপির আর কিছু থাকবে না। সেই হুঁশিয়ারির মধ্যে উলোট পুরাণ জলপাইগুড়ির মালবাজারে। তৃণমূল-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রায় ২০০ জন নেতা-কর্মী গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন বলে দাবি বিজেপির (bjp)।

সংগঠন মজবুত করার চেষ্টায় বিজেপি

সংগঠন মজবুত করার চেষ্টায় বিজেপি

গত কয়েকমাসের মধ্যে অর্জুন সিং-এর মতো বড় মাপের নেতা দলবদল করেনি। গত রবিবারের অর্জুন সিং-এর দলবদলের পরে বিজেপির বৈঠক হয়। বৈঠকে সংগঠন মজবুত করার বিষয়টি উঠে আসে বলে জানা গিয়েছে। কেননা সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। অন্যদিকে দলের রাজ্য সভাপতি
সুকান্ত মজুমদার বুথ রক্ষায় প্রতি বুথে পাঁচজন মহিলাকে নিয়ে দুর্গা বাহিনী তৈরির ডাক দিয়েছেন।

বিজেপির যোগদান সভা

বিজেপির যোগদান সভা

যদিও বিজেপি এলাকাভিত্তিকভাবে সংগঠনকে মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বুধবার বিকেল থেকে রাতের মধ্যে মালবাজার মহকুমার মেটেলির নাগেশ্বরী চা-বাগানে বৈঠক করে বিজেপি নেতৃত্ব। বৈঠকের পরে নাগেশ্বরী চা-বাগানে মেটেলি আপার মণ্ডলের বিজেপিরকমিটির তরফে যোগদানসভার আয়োজন করা হয়। স্থানীয় বিজেপি নেতৃত্বার দাবি, ওইসভায় বিভিন্ন দল বিশেষ করে তৃণমূল থেকে প্রায় ২০০ জন নেতা-কর্মী বিজেপিতে যোগদান করেন। বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী এবং বিধায়ক-সহ অন্যরা
দলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন।

 শ্রমিকদের স্বার্থে আওয়াজ তুলে বহিষ্কার

শ্রমিকদের স্বার্থে আওয়াজ তুলে বহিষ্কার

মাস তিনেক আগে নাগেশ্বরী চা বাগানের শ্রমিক নেতা লক্ষ্মণ ভূমিজ-সহ সাতজনকে দল বিরোধী কাজের জন্য বহিষ্কার করেন জেলা তৃণমূল আইএনটিইউসির সভাপতি রাজেশ লাকড়া। বুধবারের সভায় সেই লক্ষ্মণ-সহ তাঁর অন্য সহযোগীরা
বিজেপিতে যোগদান করেন। শ্রমিক নেতা লক্ষ্মণ ভূমিজ অভিযোগ করেন, শ্রমিকদের স্বার্থে আওয়াজ তোলার কারণেই তাঁদেরকে সেই সময় তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে। এবার থেকে বিজেপিতে থেকেই শ্রমিক স্বার্থে
তিনি কাজ করবেন বলে জানিয়েছেন।

নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলকে নিশানা

নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলকে নিশানা

বিধায়ক পুনা ভেওরা অভিযোগ করেছেন, তৃণমূলে শুধুই দুর্নীতি। তাঁর আরও অভিযোগ তৃণমূলের নেতারা আর সাধারণ মানুষের জন্য কাজ করেন না। সেই কারণেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বলে জানিয়েছেন তিনি।
এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির মেটেলি আপার মণ্ডল সভাপতি মিত ছেত্রী, সাধারণ সম্পাদক সুভাস সার্কি, মাইনরিটি মোর্চার সভাপতি উইলিয়াম মিনজ-সহ অন্যরা। তাঁরা অর্জুন সিং-এর দলবদলকে বিশেষ গুরুত্ব
দিতে রাজি হননি।

মুনলিট টির পর ব্লু টি এর চাহিদা ডুয়ার্সের চা বলয়ে,আকাশ ছোঁয়া দাম তবুও চাহিদা তুঙ্গেমুনলিট টির পর ব্লু টি এর চাহিদা ডুয়ার্সের চা বলয়ে,আকাশ ছোঁয়া দাম তবুও চাহিদা তুঙ্গে

English summary
About 200 leaders and workers from TMC joins BJP in malbazar in Jalpaiguri
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X