For Quick Alerts
For Daily Alerts
মালদহে ট্রেনের বিদ্যুতের তারে হাত দিয়ে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
ট্রেনের তারে হাত দিয়ে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। জিআরপি সূত্রে জানা গিয়েছে, জখম ওই ব্যক্তির নাম পিন্টু সাউ (৩৫)। তার বাড়ি উত্তরপ্রদেশে। শুক্রবার রাতে ব্রহ্মপুত্র মেলে করে মালদা টাউন স্টেশনে আছে মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি। রাতে মালদা টাউন স্টেশনের প্লাটফর্মে ছিলেন ওই ব্যক্তিটি।

এদিন দুপুরে আচমকাই ৬ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির ছাদে উঠে যায়। তারপরেই বৈদ্যুতিক ট্রেনের তার ধরে ফেলে। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্লাটফর্মে ছিটকে পড়ে ওই ব্যক্তি। ঘটনাটি জানাজানি হতেই জিআরপি এবং রেল পুলিশ কর্তারা ছুটে আসেন।
আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয়। কিন্তু বাঁচানো যায় নি।