For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি 'ভাইরাসে'র 'ভ্যাকসিন' মমতা! দিনহাটায় গেরুয়া শিবিরকে ভোকাট্টা করতে উপায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

করোনা ভাইরাসকে (Coronavirus) কাবু করছে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ভ্যাকসিন (vaccine)। আর বিজেপিকে (bjp) কাবু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনিই বিজেপি নামক ভাইরাসের ভ্যাকসিন। দিনহাটায় (dinhata) উদয়ন গুহ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসকে (Coronavirus) কাবু করছে কোভিশিল্ড, কোভ্যাক্সিন ভ্যাকসিন (vaccine)। আর বিজেপিকে (bjp) কাবু করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনিই বিজেপি নামক ভাইরাসের ভ্যাকসিন। দিনহাটায় (dinhata) উদয়ন গুহর (udayan guha) সমর্থনে উপনির্বাচনের প্রচারে গিয়ে এদিন এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)।

মানুষের রায়, আবেগকে প্রত্যাখ্যান করেছে বিজেপি

মানুষের রায়, আবেগকে প্রত্যাখ্যান করেছে বিজেপি

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন. ৩০ অক্টোবর যে চারটি আসনে উপনির্বাচন হতে চলেছে, তার মধ্যে দুটি আসনে তৃণমূলের প্রতিনিধিরা জনগণের কাজ করতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছে। কিন্তু বাকি দুটি আসনে বিজেপিকে নির্বাচিত করেছিল সাধারণ মানুষ। কিন্তু বিজেপির প্রার্থী মানুষের ভালবাসা, রায়, আবেগকে প্রত্যাখ্যান করেছে মন্ত্রী হওয়ার লালসায়। তিনি বলেছেন, দুঃখে-বিপদে পাশে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু ভোটের পর থেকে বিজেপি নেতাদের পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি।

প্রতিশ্রুতি রাখেননি মোদী-শাহ, রেখেছেন মমতা

প্রতিশ্রুতি রাখেননি মোদী-শাহ, রেখেছেন মমতা

দিনহাটায় প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিধানসভা ভোটের আগে মোদী-শাহরা বারে বারে উত্তরবঙ্গ এবং দিনহাটায় এসেছিলেন, নানা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এর মধ্যে রয়েছে, নারায়নী সেনা তৈরির প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি রাখেননি মোদী-শাহরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগেই পুলিশে নারায়নী ব্যাটালিয়ন তৈরি করা বলেছিলেন। তার সদর দফতর হিসেবে মেখলিগঞ্জে কাজ চলছে।

বিজেপি ভোকাট্টা হবে

বিজেপি ভোকাট্টা হবে

গত বিধানসভা নির্বাচনে দিনহাটায় উদয়ন গুহ ৫৭ ভোটে পরাজিত হয়েছিলেন। এদিন সেই ঘটনা উল্লেখ করে অভিষেক বলেন, চুরি করে জিতেছিল বিজেপি। এদিন করোনা বিধি মেনে প্রচার সভায় যত সংখ্যক মানুষ উপস্থিত হয়েছেন, তাঁরা যদি সবাই ভোট দিতে যান, তাহলে দিনহাটা থেকে বিজেপি ভোকাট্টা হয়ে যাবে।

বিজেপি 'ভাইরাসে'র 'ভ্যাকসিন' মমতা

বিজেপি 'ভাইরাসে'র 'ভ্যাকসিন' মমতা

এদিন নিজের বক্তব্যের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাইৎ সমবেত জনগণের কাছে প্রশ্ন রাখে, কারা একটি করে ভ্যাকসিন নিয়েছেন, কারা দুটি করে ভ্যাকসিন নিয়েছেন। হাত তোলার পরে তিনি বলেন, প্রায় সবার একটা করে ভ্যাকসিন হয়ে গিয়েছে। অনেকেই দুটো পেয়েছেন। এরপরেই তিনি বলেন, করোনা হল একটি ভাইরাস। তার ভ্যাকসিন হল কোভিশিল্ড, কোভ্যাক্সিন। অন্যদিকে বিজেপিও হল একটি ভাইরাস। তার ভ্যাকসিন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেছেন, বিজেপি প্রথম ডোজ পাবে ৩০ অক্টোবর, আর দ্বিতীয় ডোজ পাবে ২০২৪ সালে।
তিনি বলেন, তিনমাস পরেই গোয়ায় তৃণমূল সরকার গঠন করবে। এরপর ত্রিপুরা, মেঘালয়। মধ্যে তিনি বলেন, উত্তর প্রদেশেও পা রাখবে তৃণমূল কংগ্রেস।
গোসাবায় প্রচারের মতো অভিষেক দিনহাটায় বলেছেন, এই কেন্দ্রে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রের উপনির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে সারা ভারত। এমনটাও দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

দিলীপ ঘোষের নিশানায় মমতা থেকে বাবুল! গোয়ার সঙ্গে তুলনা টানলেন প্রাক্তন মন্ত্রীর টালিগঞ্জে লড়াইয়েরদিলীপ ঘোষের নিশানায় মমতা থেকে বাবুল! গোয়ার সঙ্গে তুলনা টানলেন প্রাক্তন মন্ত্রীর টালিগঞ্জে লড়াইয়ের

English summary
As he claims TMC will win four assembly by election and in Goa because Mamata Banerjee is the vaccine for BJP Virus.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X