For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর গড়ে দল ছাড়লেন কংগ্রেস বিধায়ক, ভোটের আগে জল্পনা তুঙ্গে

অধীর গড়ে দল ছাড়লেন কংগ্রেস বিধায়ক, ভোটের আগে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসের (congress) তরফে রবিবার বেশ কয়েকজনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় স্থান পাননি অধীর চৌধুরীর (adhir chowdhury) গড় বলে পরিচিত মুর্শিদাবাদের (murshidabad) বড়ঞার বিধায়ক প্রতিমা রজক (Pratima Rajak)। প্রার্থী তালিকায় ঘোষণার পরেই বিদায়ী বিধায়ক দল ছাড়ার কথা জানিয়েছেন। যদিও প্রতিমার দাবি, তিনি আগেই দলের সমস্ত পদে ইস্তফা দিয়েছেন।

পরপর দুবারের বড়ঞার বিধায়ক

পরপর দুবারের বড়ঞার বিধায়ক

বাম জমানায় বড়ঞা কেন্দ্রটি ছিল আরএসপির দখলে। এই কেন্দ্র থেকে জিতেই মন্ত্রী হতে দেবব্রত বন্দ্যোপাধ্যায়। পরিবর্তনের বছরে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন অধীর চৌধুরীর প্রার্থী হিসেবে পরিচিত প্রতিমা রজক। তার আগে তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। আর ২০১৬-র নির্বাচনেও প্রতিমা রজন এই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন।

এবার বড়ঞার টিকিট পেয়েছেন শিলাদিত্য হালদার

এবার বড়ঞার টিকিট পেয়েছেন শিলাদিত্য হালদার

এবার বড়ঞা কেন্দ্র টিকিট দেওয়া হয়েছে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ বলে পরিচিত শিলাদিত্য হালদারকে। মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূলের দখলে আসার আগে পর্যন্ত শিলাদিত্য হালদার ছিলেন জেলা পরিষদের সভাধিপতি।

দল ছাড়ার কথা ঘোষণা

দল ছাড়ার কথা ঘোষণা

বড়ঞায় কংগ্রেসের তরফে শিলাদিত্য হালদারের নাম প্রকাশের পরেই প্রতিমা রজকের দল ছাড়ার কথা সামনে আসে। যদিও তিনি দাবি করেছেন, ১২ মার্চ দলের সব পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ব্যক্তিগত কারণের তিনি দলের সমস্ত পদে ইস্তফা দিয়েছেন। তিনি দাবি করেছেন, ২০১৬-তে যখন তিনি দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তখনই তিনি বলেছিলেন ২০২১-এ আর দাঁড়াবেন না। প্রতিমা রজন বলেছেন, তাঁর বাচ্চা ছোট। সেই বাচ্চার জন্য দলের কাজে সময় দিতে পারছেন না বলে জানিয়েছেন। তাই দল ছাড়ার সিদ্ধান্ত।

মুর্শিদাবাদে সাম্প্রতিক সময়ে দলবদল

মুর্শিদাবাদে সাম্প্রতিক সময়ে দলবদল

মুর্শিদাবাদে সাম্প্রতিক সময়ে যে দলবদল হয়েছে, তাতে লাভবান হয়েছেন কংগ্রেস তথা অধীর চৌধুরী। মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন গত মাসে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলেন, মুর্শিদাবাদ জেলা পরিষদ আবার কংগ্রেসের দখলে আসবে। আর এই মাসে কংগ্রেসে যোগ দিয়েছেন রঘুনাথগঞ্জের দাপুটে নেতা শেখ নাসির। তাঁর সঙ্গে পঞ্চায়েত সমিতির দুই সদস্য ছাড়াও কয়েক হাজার কর্মী সমর্থকও কংগ্রেসে যোগ দিয়েছিলেন। কটাক্ষ করে তিনি বলেছিলেন, তৃণমূলে টিকিট পাওয়ার অন্যতম শর্ত হল নায়ক-নায়িকা হতে হবে।

আইএসআইএস মডিউলের খোঁজ, একের পর এক রাজ্যে এনআইএ তল্লাশিআইএসআইএস মডিউলের খোঁজ, একের পর এক রাজ্যে এনআইএ তল্লাশি

English summary
West bengal election 2021: Adhir Chowdhury's Congress MLA from murshidabad Pratima Rajak quits party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X