For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের অন্দরে ফের বড় ভাঙন! উত্তরবঙ্গে শুভেন্দু ঘনিষ্ঠ 'হেভিওয়েট' কে ঘিরে জল্পনা তুঙ্গে

তৃণমূলের অন্দরে ফের বড় ভাঙন! উত্তরবঙ্গে 'হেভিওয়েট'কে ঘিরে জল্পনা তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগে যখন তৃণমূল ছেড়ে শুভেন্দু ,রাজীবরা পর পর বেরিয়ে গিয়েছেন, তখন থেকেই তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে একাধিক তথ্য ও তত্ত্ব সামনে আসে। এবার ফের একবার মমতা শিবিরের অন্দরে বড়সড় ভাঙনের খবর সামনে আসতে শুরু করেছে। শুধু ভাঙনই নয়, ফের একবার তৃণমূল ছেড়ে এক নেতার বিজেপিতে যোগের সম্ভাবনা নিয়ে জল্পনাও চলছে।

তৃণমূলত্যাগের ঘোষণা

তৃণমূলত্যাগের ঘোষণা

বুধবারই দলত্যাগের কথা জানিয়েছেন, মুর্শিদাবাদে তৃণমূলের সুতি ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাসাদুল হক পিকু। আর সেই ঘটনা ঘিরে তুমপল তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদের প্রাক্তন পর্যবেক্ষক শুভেন্দু ঘনিষ্ঠ এই নেতার গতিবিধি এবার রাজ্যরাজনীতির ফোকাসে আসতে শুরু করেছে।

শুভেন্দু ঘনিষ্ঠের দলত্যাগ ও মুর্শিদাবাদে ভাঙন

শুভেন্দু ঘনিষ্ঠের দলত্যাগ ও মুর্শিদাবাদে ভাঙন

এককালে মুর্শিদাবাদে কংগ্রেসের ঘরে ভাঙন ধরিয়ে তৃণমূলকে শক্তিশালী করেছিলে তৎকালীন দলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দুর হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসেন পিকু। ফলে 'দাদার অনুগামী' হিসাবে মুর্শিদাবাদে তাঁর ভালোই পরিচিতি রয়েছে। তবে তৃণমূল ত্যাগের পর মুর্শিদাবাদের মাসাদুল হক পিকুর পরবর্তী স্টান্স কী হতে পারে তা নিয়ে জল্রনার মেঘ জমাট বাঁধছে।

মুর্শিদাবাদে অব্যাহত কোন্দল

মুর্শিদাবাদে অব্যাহত কোন্দল

প্রসঙ্গত, মুর্শিদাবাদ তৃণমূলে অব্যাহত রয়েছে দলীয় কোন্দল। সাগরদিঘিতে দলীয় কোন্দল প্রকাশ্যে চলে আসায় তা নিয়ে রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় তৃণমূল। এলাকার ২ বারের বিধায়ক সুব্রত সাহার বিরুদ্ধে পথে নামেন দলের একাংশ। এছাড়াও মোশারকে বহিষ্কারের মতো ঘটনাও মুর্শিদাবাদ তৃণমূলের দ্বন্দ্বকে ফোকাসে আনে। এমন এক পরিস্থিতিতে পিকুর তৃণমূল ত্যাগ মমতা শিবিরের চিন্তা বাড়িয়েছে।

মাসাদুল ও জল্পনার পারদ

মাসাদুল ও জল্পনার পারদ

শুভেন্দু ঘনিষ্ঠ মাসাদুল তাঁর 'দাদা'র মতোই তৃণমূল ছেড়ে বিজেপিতে যাবেন কি না, তার ধোঁয়াশা বজায় রেখেছেন। দুই ফুল ছেড়ে একফুলে আদৌ মাসাদুল আসবেন কি না , তা নিয়ে যখন মুর্শিদাবাদের রাজনীতিতে প্রবল জল্পনা শুরু হয়েছে, তখন মাসাদুল অন্য কোনও পার্টিতে যোগদান বা তাঁর রাজনৈতিক পরিকল্পনা নিয়ে কিছু বলতে চাননি।

যাদবের ঘরে পদ্ম-পাতায় বাঙালি আহার, মধ্যাহ্ন ভোজের রাজনীতিতে কোন রণকৌশলে শান নাড্ডারযাদবের ঘরে পদ্ম-পাতায় বাঙালি আহার, মধ্যাহ্ন ভোজের রাজনীতিতে কোন রণকৌশলে শান নাড্ডার

English summary
West Bengal Assembly Election 2021,Murshidabad TMC leader leves party , speculation on
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X