For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার 'বেসুরো' মুর্শিদাবাদে তৃণমূলের জেলা পরিষদের সহ সভাপতি বৈদ্যনাথ দাস

এবার 'বেসুরো' মুর্শিদাবাদে তৃণমূলের জেলা পরিষদের সহ সভাপতি বৈদ্যনাথ দাস

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

এবার বেসুরো মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ সভাপতি তথা তৃণমূল নেতা বৈদ্যনাথ দাস। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারীর প্রোফাইলে তাঁর বক্তব্যের ভিডিওতে কমেন্ট করায় এমন জল্পনা তৈরি হয়েছে। পাশাপাশি দলের একাংশের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। পরে অবশ্য বৈদ্যনাথ বলেছেন, আবেগপ্রবণ হয়েই তিনি ওই পোস্ট করেছেন। প্রয়োজনে ক্ষমা চেয়ে নেবেন।

এবার বেসুরো মুর্শিদাবাদে তৃণমূলের জেলা পরিষদের সহ সভাপতি বৈদ্যনাথ দাস

প্রসঙ্গত, নিজের বক্তব্যের ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন শুভেন্দু। সেই ভিডিওতেই বৈদ্যনাথ কমেন্ট করেন, 'ভারতমাতা জিন্দাবাদ', 'শুভেন্দু অধিকারী জিন্দাবাদ'। আর এই কমেন্টের পরেই রাজনৈতিক মহলে তীব্র জল্পনা শুরু হয়, তবে কি তিনিও বিজেপিতে যোগদানের পথে চলেছেন?

তবে এই বিষয়ে বৈদ্যনাথ বলেন, 'ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারী দীর্ঘদিন যেহেতু আমাদের জেলার তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন, তাই ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আবেগপ্রবণ হয়েই ওই কমেন্ট করেছি। এতে যদি অন্যায় হয়, তাহলে দলের কাছে প্রয়োজনে ক্ষমা চেয়ে নেব।' একই সঙ্গে অবশ্য দলের বিরুদ্ধে ক্ষোভও চেপে রাখেননি বৈদ্যনাথ। তাঁর কথায়, 'দীর্ঘদিন ধরে জেলার কোনও কর্মসূচিতে আমাকে ডাকা হয় না।

সম্প্রতি আমাদের জেলা নেতৃত্বকে কলকাতায় ডাকা হয়েছিল। আমিও গিয়েছিলাম। কিন্তু আমাকে কিছু নির্দেশ দেওয়া হয়নি, আমার কাছে কিছু জানতেও চাওয়া হয়নি। তাই আমি মনে করছি, দলের থেকে দূরে সরে গিয়েছি, বা দল আমাকে দূরে সরিয়ে দিয়েছে।'

উল্লেখ্য, তৃণমূলে থাকাকালীন দীর্ঘদিন মুর্শিদাবাদ জেলার পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। তখন থেকেই বৈদ্যনাথ শুভেন্দুর অনুগামী বলে পরিচিত। কিন্তু শুভেন্দু বিজেপিতে যোগদান করেছেন। তারপরেই শুভেন্দু ঘনিষ্ঠ ওই তৃণমূল নেতার এমন মন্তব্যকে খানিক বিরূপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

'বিজেপি যেন ভোটে প্রার্থী দিতে না পারে' অনুব্রতগড় লাভপুর থেকে হুঁশিয়ারি তৃণমূলের মান্নানের কণ্ঠে 'বিজেপি যেন ভোটে প্রার্থী দিতে না পারে' অনুব্রতগড় লাভপুর থেকে হুঁশিয়ারি তৃণমূলের মান্নানের কণ্ঠে

English summary
West Bengal Assembly election 2021, another TMC leader talks against party
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X