For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের কাছে নতুন বিড়ম্বনা পুরভোটের আগে, অনাস্থা ঠেকানোই যখন বিরাট চ্যালেঞ্জ

তৃণমূলের কাছে নতুন বিড়ম্বনা পুরভোটের আগে, অনাস্থা ঠেকানোই যখন বিরাট চ্যালেঞ্জ

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলের কাছে কঠিন চ্যালেঞ্জ উপস্থিত পুরসভা নির্বাচনের আগে। আসন্ন পুর নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস অনাস্থা ভোট আটকাতে বদ্ধপরিকর। দলের অন্দরের কোন্দলের কারণে মুর্শিদাবাদ জেলায় পঞ্চায়েত ও পুরসভায় নিজেরাই নিজেদের বিরুদ্ধে অনাস্থা আনছে। তৃণমূল নেতৃত্বের নির্দেশ অমান্য করে মুর্শিদাবাদ জেলার প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা এনেছে ইতিমধ্যেই। পুরভোটের আগে তা রোখাই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

পুরসভা ভোটের আগে তৃণমূলে বিড়ম্বনা

পুরসভা ভোটের আগে তৃণমূলে বিড়ম্বনা

তৃণমূল সরকার মানুষকে সরকারি প্রকল্পগুলির সুবিধা দিতে দুয়ারে সরকার, দুয়ারে রেশন, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার-সহ বিভিন্ন জনমুখী প্রকল্প এনেছে। কিন্তু বিভিন্ন পঞ্চায়েত ও সমিতিতে অনাস্থা আনার কারণে সাধারণ মানুষ সেইসব পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পুরসভা ভোটের আগে তৃণমূল চাইছে মানুষকে পরিষেবা দিতে। কিন্তু অনাস্থা আনার কারণে তা বিঘ্নিত হচ্ছে বারবার।

অনাস্থা রুখতে কড়া পদক্ষেপ তৃণমূলের

অনাস্থা রুখতে কড়া পদক্ষেপ তৃণমূলের

আসন্ন পুরনির্বাচনের আগে মানুষের ক্ষোভের বিপরীত বহিঃপ্রকাশ ঘটুক চায় না তৃণমূল কংগ্রেস। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে অনাস্থা রুখতে কড়া পদক্ষেপ নিতে উদ্যোগী হল তৃণমূল। তৃণমূলের দাবি, কিছু স্বার্থান্বেষী নেতা-নেত্রী অনাস্থা আনছে। তাঁরা উন্নয়নের কাজ ব্যাহত করার চেষ্টা করছেন। নিজেদের স্বার্থসিদ্ধি করাই ওঁদের উদ্দেশ্য।

মুখ্যমন্ত্রীর দশভূজা হতে আর একটু বাকি! তৃতীয় জমানায় যে 'রূপে' সজ্জিতা মমতামুখ্যমন্ত্রীর দশভূজা হতে আর একটু বাকি! তৃতীয় জমানায় যে 'রূপে' সজ্জিতা মমতা

তৃণমূল নেতৃত্বের প্রস্তাব ও হুঁশিয়ারি

তৃণমূল নেতৃত্বের প্রস্তাব ও হুঁশিয়ারি

অভিযোগ, নেতা-নেত্রীরা অনেকেই অন্য রাজ্যে ক্যাম্প করে থাকছেন এবং একজোট হয়ে বর্তমান প্রধান ও সভাপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিষেধ সত্ত্বেও গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনা যাবে না। তৃণমূল নেতৃত্বের তরফে বলা হয়েছে, কারও যদি পঞ্চায়েত প্রধান বা সমিতির সভাপতির বিরুদ্ধে কোনও ক্ষোভ থাকে দলকে জানান। দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজন হলে প্রধান বা সভাপতিকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু দলের নির্দেশ অমান্য করে অনাস্থার পথে হাঁটবেন না।

কোথায় কোথায় অনাস্থা তৃণমূলের

কোথায় কোথায় অনাস্থা তৃণমূলের

তৃণমূলের মধ্যে এই অনাস্থা আনার প্রবণতা সবথেকে বেশি মুর্শিদাবাদে। ফরাক্কা পঞ্চায়েত সমিতি ছাড়াও সুতি ১ নম্বর ব্লকের হাড়োয়া, বহুতলি, সাদিকপুর, খড়গ্রাম ব্লকের ঝিল্লি ও সাগরদিঘি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য সেখানকার পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ মেনে অনাস্থা থেকে বিরত থাকতে হবে। কোনওভাবেই বিশৃঙ্খলা তৈরি করা যাবে না।

দ্রুত অনাস্থা প্রস্তাব ফিরিয়ে নেওয়ার নির্দেশ

দ্রুত অনাস্থা প্রস্তাব ফিরিয়ে নেওয়ার নির্দেশ

তৃণমূল দলের নেতৃত্বকে অনুরোধ করেছে, দ্রুত অনাস্থা প্রস্তাব ফিরিয়ে নিতে। যদি কোনও অভিযোগ থাকে তবে তা দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানান। দলের নেতৃত্ব তা খতিয়ে দেখবে। যদি কোনও সদস্য দলের নির্দেশ না মানেন, তাহলে তাঁকে শোকজ করা হবে। উত্তর না পেলে কঠোর বন্দোবস্ত নেওয়া হবে ওই নেতা বা নেত্রীর বিরুদ্ধে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
TMC takes challenge to avoid no trust vote before Municipal election in various Panchayat and Samiti of Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X