তৃণমূলে ধাক্কা দিয়ে ফের বড়সড় দলবদল! সংখ্যালঘু ভোটব্যাঙ্ক ফের বিজেপির ফোকাসে
রাজ্যে দলবদলের প্রবল জোয়ারের মধ্যে ফের আরও এক ঘটনা একুশের ভোটের আগে। বিজেপি যে বহুদিন ধরেই রাজ্যে সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ফোকাস করতে শুরু করেছিল, তা বলাই বাহুল্য। এমন এক পরিস্থিতিতে রাজ্যের একপ্রাপ্তে ঘটে গে মেগা দলবদল।

সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে বিজেপির ফোকাসে কোন গোষ্ঠী?
এদিকে, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক নিয়ে রীতিমতো অঙ্ক মাফিক এগিয়ে যাচ্ছে বিজেপি। আর সেই লক্ষ্যে একাধিক সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় যোগদান মেলার হাত ধরে বিজেপি রাজ্যের ৩০ শতাংশ সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে কাজে লাগাতে চাইছে। এই ভোট ব্যাঙ্ককে কাছে পেতে মরিয়া বিজেপি দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ, বর্ধমানের মন্তেশ্বর সহ একাধিক জায়গায় সংখ্যালঘুদের ঘিরে যোগদান মেলা শুরু করেছে।

নদিয়ায় তৃণমূলে ভাঙন ধরালো বিজেপি!
এদিকে, নদিয়ায় বিজেপির 'আর নয় অন্য়ায়' কর্মসূচি ঘিরে তৃণমূল থেকে ৩০০ জন কর্মী বিজেপির হাত ধরেছেন। সেখানে নদিয়ার চাকদা ব্লকে ঘেঁটুগাছি গ্রাম পঞ্চায়েতের বনমালীপাড়ায় তৃণমূলের সক্রিয় ৩০০ কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে খবর। যে যোগদানকারীদের মধ্যে অনেকেই সংখ্যালঘু।

নদিয়ায় দলবদল ও কতজন সংখ্যালঘু বিজেপিতে?
প্রসঙ্গত নদিয়ার এই সংখ্যালঘু যোগদান বিজেপির কাছে একটি বড় ঘটনা । কারণ ৩০০জন যোগদানকারীর মধ্যে এখানে ২৫০ জনই সংখ্যালঘু সম্প্রদায়ভূক্ত মানুষ বিজেপিতে যোগ দিয়েছেন। বহু যোগদানকারীর দাবি, তৃণমূলে কাজ করেএ বহু সুবিধা , সুযোগ থেকে বঞ্চিত তাঁরা। আর সেই মর্মেই তাঁরা বিজেপিতে।

তৃণমূলের দাবি
এদিকে, ৩০০ জনের বিজেপি যোগদান ঘিরে , এই ৩০০ জনকে তৃণণীলের সক্রিয় কর্মী বলে বিজেপি দাবি করলেও, তা মানতে চাননি তৃণমূলের ব্লক স্তরীয় নেতারা। তাঁদের দাবি ওই ৩০০ কর্মী তৃণমূলের অংশ ছিলেন না। ফলে এতে তৃণমূলের কোনও ক্ষতিই হচ্ছে না।

বিজেপির দরজা ছোট হচ্ছে, বন্ধও হবে একুশের আগে! ভাঙলেন না মচকালেন দিলীপ