For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল-সি্পিএমের সংঘর্ষে ভোটের মুখে রণক্ষেত্র মুর্শিদাবাদ, চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন

তৃণমূল-সি্পিএমের সংঘর্ষে ভোটের মুখে রণক্ষেত্র মুর্শিদাবাদ, চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন

Google Oneindia Bengali News

ভোটের আগে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল মু্র্শিদাবাদের ডোমকল। তৃণমূল কংগ্রেস ও সিপিএমের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে জখম হয়েছে দু-পক্ষের অনেকে। পাঁচজনের আঘাত গুরুতর। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত কয়েকদিন ধরেই বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হচ্ছিল, ভোটের আগে তা মাত্রা ছাড়াল।

তৃণমূল-সি্পিএমের সংঘর্ষে ভোটের মুখে রণক্ষেত্র মুর্শিদাবাদ, চ্যালেঞ্জের মুখে নির্বাচন কমিশন

শনিবার রাতে ডোমকলের ১৫ নম্বর ওয়ার্ডে ভোটপ্রচারে বেরিয়েছিলেন সিপিএমের কর্মী-সমর্থকরা। তখনই তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তাঁরা। তা থেকেই গন্ডগোলের সূত্রপাত। হাতাহাতি থেকে শুরু করে লাঠালাঠি পর্যন্ত গড়ায়। বাঁশ-লাঠি নিয়ে মারামারিতে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে মুর্শিদাবাদের ডোমকল।

মমতাকে 'ঘর সামলানো'র হুঁশিয়ারি শুভেন্দুর, তৃণমূলের ভোট অঙ্কে 'উইথ আউট শুভেন্দু' ফ্যাক্টরে বড় বার্তামমতাকে 'ঘর সামলানো'র হুঁশিয়ারি শুভেন্দুর, তৃণমূলের ভোট অঙ্কে 'উইথ আউট শুভেন্দু' ফ্যাক্টরে বড় বার্তা

এই হিংসার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সামনেও মারধর-সংঘর্ষ চলে। আরও পুলিশ ফোর্স নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সপ্তম দফা ভোটের আগেই বাংলা উত্তপ্ত হয়ে উঠল। স্বভাবতই নির্বাচন কমিশনের বাড়তি নজর থাকবে এই এলাকায়।

এই ঘটনায় সাধারণ মানুষের মন ভয়ের সৃষ্টি হয়েছে। তাই নতুন করে যাতে এলাকায় কোনও উত্তেজনা না তৈরি হয়, মোতায়েন রাখা হয়েছে বাহিনী। আহতদের মধ্যে দুই সিপিএম কর্মীর অবস্থায় আশঙ্কাজনক। তাঁকে বহরমপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যে ভোটের মুখে বিভিন্ন এলাকা থেকে অশান্তির খবর আসছে, রক্ত ঝরছে বাংলার ভোটে, ঘটছে প্রাণহানির ঘটনাও।

English summary
Murshidabad is unrest due to clash between TMC and CPM before election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X