For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিজেপি আমায় একটু একটু ভয় পায়, ওরা মিথ্যার অমাবস্যা' মতুয়া ইস্যুকে টার্গেটে রেখে এনপিআর এনআরসি নিয়ে সরব মমতা

'বিজেপি আমায় একটু একটু ভয় পায়, ওরা মিথ্যার অমাবস্যা' মতুয়া ইস্যুকে টার্গেটে রেখে এনপিআর এনআরসি নিয়ে সরব মমতা

  • |
Google Oneindia Bengali News

মতুয়াদের ৪০ শতাংশ ভোট একুশের আগেই মমতা শিবিরকে ভাবাচ্ছে। একদিকে নদিয়ায় নব্য ও আদি তৃণমূলের দ্বন্দ্ব অন্যদিকে, মতুয়াগড়ে বিজেপির জনি পোক্ত হওয়া, এই দুই ফ্যাক্টরকে সঙ্গে নিয়ে এদিন রানাঘাটের সভায় কার্যত প্রথম থেকেই চালিয়ে ব্যাটিং করে গেলেন তৃণমূল সুপ্রিমো। মতুয়া মন পেতে মমতা অদিন এনপিআর থেকে এনআরসি সহ উদ্বাস্তু ইস্যুতে একাধিক বক্তব্য রাখেন। পাশপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপিতে একহাত নিতেও ছাড়েননি। রানাঘাটের সভায় এদিন মমতার টার্গেটে বিজেপি কীভাবে ছিল, দেখে নেওয়া যাক।

' মতুয়ারা সবাই নাগরিক'!

' মতুয়ারা সবাই নাগরিক'!


বক্তব্যের শুরুতেই এদিন মমতা প্রসঙ্গ তোলেন এলাকার প্রাক্তন বিধায়ক সত্যজিৎবাবুর স্ত্রীয়ের হার ও বিপক্ষের বিধায়ককে নিয়ে। তারপরই তিনি বিজেপি প্রসঙ্গে পারদ চড়ান। বলেন,' বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে বলছি, মতুয়ারা সবাই নাগরিক। নমঃশূদ্ররা সবাই নাগরিক। কে কার নাগরিকত্ব কাড়তে পারে, অত সহজ!' মমতা বলেন, 'ওরা আমাকে একটু একটু ভয় পায়'। এর সঙ্গেই তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, 'ভোট কাছে এসেছে বলে ওরা বলছে চাকরি, দেবে,বাড়ি বাড়ি গিয়ে টাকা দেব। ভোট মিটতেই ডুগডুগি বাজিয়ে চলে যাবে। কাউকে কিছুই দেবে না। ' এপ্রসঙ্গে তিনি বিজেপিকে 'মিথ্যার অমাবস্যা' বলে কটাক্ষ করতেও ছাড়েননি।

উদ্বাস্তুদর পাট্টা বিলি

উদ্বাস্তুদর পাট্টা বিলি

মতুয়া ভোট টার্গেটে রেখে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিজেপিকে নিশানা করতে থাকেন নাগরিকত্ব ইস্যুতে। মূলত নদিয়ায় ১১ বিধানসভায় বিজেপি দাপট বাড়তেই মমতা সাফ জানান, তাঁর সরকার গোটা রাজ্যে দেড়লক্ষ উদ্বাস্তুদের পাট্টা বিলি করবে। নদিয়ায় ৫ হাজার উদ্বাস্তুকে পাট্টা বিলি করা হবে।

এনপিআর থেকে এনআরসি নিয়ে বার্তা

এনপিআর থেকে এনআরসি নিয়ে বার্তা

মমতা বলেন 'এপিআর, এআরসি হবেনা, নিশ্চিন্তে ঘুমান মায়ের কোলে।' মুখ্যমন্ত্রীর সাফ বার্তা, মানুষের ক্ষতি করে কোনও কাজ করব না। মতুয়াদের জন্য বোর্ড করে দিয়েছি। নমশূদ্রদের বোর্ড করেছি। রাজবংশী থেকে সাঁওতালীদের জন্যও যে সরকার কাজ করেছে তা জানান দেন মমতা। তিনি বলেন, এপিআর. এআরসি হবেনা। নিশ্চিন্তে ঘুমান মায়ের কোলে। মানুষের ক্ষতি করে কোনও কাজ করব না। মতুয়াদের জন্য বোর্ড করে দিয়েছি। নমশূদ্রদের বোর্ড করেছি। রাজবংশী থেকে সাঁওতালীদের জন্য করেছি কাজ। তিনি বলেন, 'উদ্বাস্তুদের জমির পাট্টাবিলি, রাস্তা ঘাট দল সব করে দেব।'

'টাকা দিলে খেয়ে নেবেন'

'টাকা দিলে খেয়ে নেবেন'

মমতার বক্তব্যে এদিন ফের একবার বহিরাগত ইস্যু প্রকাশ্যে আসে। তিনি বলেন ,বাংলার বাইরে থেকে অবাঙালি নেতারা আসছেন। নাম না করে তিনি বুঝিয়ে দেন বিজেপি এদের বেছে বেছে নিয়ে আসছে। মমতার অভিযোগ এঁদের হাত দিয়ে বিজেপি ৫০০০ টাকা দিয়ে ভোট কিনছে! এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি, ভোট কিনতে বিজেপি এসব করলে, 'টাকা নিয়ে খেয়ে নেবেন, ভোট দেবেন না। ওটা জনগণের টাকা'।

English summary
Mamata banerjee meeting in Nadia's ranaghat, know what she said
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X