সড়ক নির্মাণে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের
জাতীয় সড়ক সম্প্রসারণের ক্ষেত্রে জমি অধিগ্রহণের নতুন আইনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

নদীয়ার শান্তিপুরের বিহারিয়া মৌজার এক ক্ষতিগ্রস্তের আনা মামলায় জেলাশাসকের পদ্ধতিগত ত্রুটির কারণে সোমবার সালিশি পদ্ধতির গোটা প্রক্রিয়ায় বাতিল করে পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি আশীষ চক্রবর্ত্তী।
এখনও পর্যন্ত যে সমস্ত জমি দাতারা ক্ষতিপূরণ পাননি এদিন আদালতের এই নির্দেশের ফলে তাদেরকে কেন্দ্রীয় সরকারের ২০১৪ সালের আনা ক্ষতিপূরণের নতুন আইনে ক্ষতিপূরণ দিতে হবে।
মামলাকারির আইনজীবী অরিন্দম দাস জানান, বারাসাত ডাকবাংলো মোড় থেকে ডালখোলা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া হয় ২০১০ সালে। সেই অনুযায়ী ১৯৫৬ সালের জমি অধিগ্রহণ আইন অনুযায়ী জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছিল। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার জমি অধিগ্রহণের ক্ষেত্রে নতুন আইন প্রণয়ন করে। ২০১৪ সালের জানুয়ারি থেকে এই আইন কার্যকর হয় গোটা দেশে। এই আইনকে হাতিয়ার করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শান্তিপুরের বাসিন্দা পূর্ণচন্দ্র বিশ্বাস। তার আনা মামলাতেই সোমবার এই নির্দেশ দিয়েছে আদালত।
এদিন আদালতের রায়ে দুস্থ জমিদাতাদের আর্থিক সহায়তার একটা বড় সুযোগ এনে দিল।
