For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের ৭৫ শতাংশ বদলের হুঁশিয়ারি বিধায়কের, নতুনের আহ্বানে বেফাঁস হুমায়ুন কবীর

তৃণমূলের ৭৫ শতাংশ বদলের হুঁশিয়ারি বিধায়কের, নতুনের আহ্বানে বেফাঁস হুমায়ুন কবীর

Google Oneindia Bengali News

তৃণমূলে পুরনোকে বিদায় দিয়ে নতুনের আহ্বান জানালেন ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবীর। সম্প্রতি মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালার এলাকায় একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে থেকে বেফাঁস মন্তব্য করেন তিনি। তাঁর নিশানা যে দলের প্রাক্তন ব্লক সভাপতির দিকে, তা স্পষ্ট। তৃণমূলের ৭৫ শতাংশকেই বদলের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন।

২৫ শতাংশকে রেখে নতুন ৭৫ শতাংশ আনার হুঁশিয়ারি

২৫ শতাংশকে রেখে নতুন ৭৫ শতাংশ আনার হুঁশিয়ারি

ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবীরের হুঁশিয়ারিতে ফের মুর্শিদাবাদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের প্রকট হয়ে গেল। দলের প্রাক্তন ব্লক সভাপতি হুমায়ুন কবীর সাফ জানালেন, দলের ৭৫ শতাংশ পুরনো মুখকে বদল করে তিনি নতুনদের অন্তর্ভুক্তি চান। পুরনো ২৫ শতাংশকে রেখে নতুন ৭৫ শতাংশ এনে তিনি দলকে ফের সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।

৭৫ শতাংশ নেতৃত্বকে সরানোর বার্তা হুমায়ুনের

৭৫ শতাংশ নেতৃত্বকে সরানোর বার্তা হুমায়ুনের

শুধু ৭৫ শতাংশ নেতৃত্বকে সরানোর বার্তা দিয়েই তিনি ক্ষান্ত হননি। তিনি বলেছেন, তাঁর এই কাজে যে বা যাঁরা বাধা সৃষ্টি করবে, তাঁদের তিনি দেখে ছাড়বেন। তাঁদের ফল ভুগতে হবে। এমনই বেফাঁস মন্তব্য করে আবারও তিনি বিতর্কে জড়ালেন। একইসঙ্গে হুমায়ুন কবীর স্পষ্ট করে দিলেন দলের ঊর্ধতন নেতৃত্বকেও তিনি রেয়াত করবেন না।

দলের পুরনোদের নিয়ে এমন বেফাঁস মন্তব্য হুমায়ুনের

দলের পুরনোদের নিয়ে এমন বেফাঁস মন্তব্য হুমায়ুনের

স্বভাবতই প্রশ্ন উঠে পড়ে, হুমায়ুন কবীরের এই তোপ কাদের বিরুদ্ধে? কেন তিনি দলের পুরনোদের নিয়ে এমন বেফাঁস মন্তব্য করলেন? তবে কি তৃণমূলে তাঁর অবস্থান নড়বড়ে। তিনি পুরনোদের নিশানা করেছেন। প্রাক্তন ব্লক সভাপতি মহম্মদ আজহারউদ্দিন সিজারের বিরুদ্ধে গর্জে উঠেছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, তিনি বর্তমানে তৃণমূলে প্রথম সারিতে নেই।

কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলাম, তৃণমূলকে বার্তা

কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলাম, তৃণমূলকে বার্তা

মুর্শিদাবাদের দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ২০০৫ সালে থেকে ২০১২ সালের ২০ নভেম্বর পর্যন্ত কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলাম আমি। বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কিচেন মেম্বার ছিলাম। তখন যারা তৃণমূলের থার্ড বেঞ্চে বসত, আজ তারা ক্ষমতা দেখাচ্ছে। তাদেরকে বলতে চাই, ক্ষমতা দেখাতে এলে ছেড়ে কথা বলব না। বোঝা যাবে কার কত ক্ষমতা রয়েছে। হুমায়ুন বলেন, বহরমপুর থেকে এমন তাড়া মারব যে, তোমার গুরুও যাবে, আর তুমিও যাবে।

তার মানে এখন তৃণমূলের তৃতীয় সারিতেও নেই!

তার মানে এখন তৃণমূলের তৃতীয় সারিতেও নেই!

তৃণমূল বিধায়কের এই ধরনের মন্তব্য নিয়ে আবার রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। স্থানীয় কংগ্রেস নেতৃত্ব শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বকে। জেলা কংগ্রেসের এক নেতা বলেন, হুমায়ুন কবীর নিজের মুখেই স্বীকার করে নিয়েছেন তিনি কংগ্রেসের প্রথম সারির নেতা ছিলেন। তার মানে এখন তিনি তৃণমূলের তৃতীয় সারিতেও নেই। আমার শুভেচ্ছা রইল তৃণমূলের এই দলীয় লড়াইয়েপ। আমরা গোটা বিষয়টি উপভোগ করতে চাই।

বয়সের কারণে সমস্ত কিছু ভুলে যাচ্ছেন, নীতীশ কুমারকে তীব্র আক্রমণ প্রশান্ত কিশোরের বয়সের কারণে সমস্ত কিছু ভুলে যাচ্ছেন, নীতীশ কুমারকে তীব্র আক্রমণ প্রশান্ত কিশোরের

English summary
Humayun Kabir threaten to change TMC’s old 75 percent and increases speculation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X