বিভাজনের রাজনীতি করছে তৃণমূলই, নওদার সভা থেকে মমতাকে তোপ অধীরের
রাজ্যে বিভাজনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসই। ইমাম ভাতা, পুরোহিত ভাতা, দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা দিয়ে সেই বিভাজন আরও স্পষ্ট করে দিচ্ছেন মমতা। আর তার সুযোগ নিচ্ছে বিজেপি। হিন্দুদের উস্কে চলেছে তারা। রবিবার নওদার সভা থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যােয়র বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

মমতাকে আক্রমণ অধীরের
রাজ্যে বিভাজনের রাজনীতি তৈরি করার জন্য মমতা সরকারকেই দায়ী করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসই বিভাজনের রাজনীতি তৈরি করছে রাজ্যে। ইমাম ভাতা, পুরোহিত ভাতা, দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা দিচ্ছে মমতা সরকার। আর এতেই ধর্মে ধর্মে বিভেদ আরও স্পষ্ট হচ্ছে। ভোটের আগে সেই বিভাজনের রাজনীতি আরও পারা চড়ছে বাংলায়।

সুযোগ নিচ্ছে বিজেপি
তৃণমূলের বিভাজনের রাজনীতির সুযোগ নিচ্ছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন অধীর চৌধুরী। সেকারণেই বিজেপি হিন্দুদের উস্কানির সুযোগ পাচ্ছেন। এর আগেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমবলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ করেছেন। তৃণমূলের দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা বাজারে বাজারে কর্মসূচি শুরু করেছে কংগ্রেস। দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তাঁরা। বাজারে বাজারে সভা করছে কংগ্রেস।

শুভেন্দুকে বার্তা
তৃণমূলে থাকবেন কিনা এখনও নিশ্চিত নয় শুভেন্দু অধিকারীর। নিজের অবস্থান এখনও স্পষ্ট করেননি তৃণমূল কংগ্রেস নেতা। তার আগে শুভেন্দু কংগ্রেসে যোগ দানের আহ্বান জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভেন্দু ক্ষোভকে সমর্থন জানিয়েছেন তিনি। তৃণমূলে যে নেতারা থাকতে পারছেন না তাঁদের কংগ্রেসে যোগ দানের আহ্বান জানিয়েছেন অধীর চৌধুরী।

উদ্যোম বেড়েছে কংগ্রেসে
অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি পদে আসার পর থেকেই আন্দোলনে নতুন করে জোয়ার এসেছে। নতুন উদ্যোমে কাজ শুরু করেছেন কংগ্রেস কর্মীরা। জেলায় জেলায় কংগ্রেসের নেতা কর্মীদের তৎপরতা বেড়েছে। মিটিং মিছিল বেড়েছে। বামেদের সঙ্গে জোটের কাজেও গতি এসেছে। নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন কংগ্রেস কর্মীরা।