For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ডিসেম্বর থেকে ধামাকা অশান্তি ছড়ানোর চক্রান্ত চলছে', ভোটার লিস্টে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

'ডিসেম্বর থেকে ধামাকা অশান্তি ছড়ানোর চক্রান্ত চলছে', ভোটার লিস্টে নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Google Oneindia Bengali News

ডিসেম্বর থেকে ধমাকা অশান্তি ছড়ানোর চক্রান্ত চলছে। সীমান্ত জেলা গুলিকে টার্গেট করা হচ্ছে। নাম না করে বিজেপিকে নিশানা করে তিনি পুলিশ-প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ভিআইপিদের গাড়িতে যেন অস্ত্র আমদানি না হয় সেদিকে নজর রাখতে হবে। সীমান্তে বিএসএফ যাতে গ্রামগুলিতে কোনও রকম অনৈতিক কাজ করতে না পারে সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ডিসেম্বরে অশান্তি ছড়ানোর ছক

ডিসেম্বরে অশান্তি ছড়ানোর ছক

ডিসেম্বরে ধামাকা অশান্তি ছড়ানোর ছক কষা হচ্ছে। বিশেষ করে সীমান্তের জেলাগুলিকে টার্গেট করা হচ্ছে। নদিয়ায় প্রশাসনিক বৈঠকে নাম না করে বিজেপির বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন 'যুদ্ধ বাধানোর চেষ্টা করছে ওরা। যুদ্ধ ছাড়া ওদের কোনও পথ নেই। কর্নাটকে ওরা তাই করেছে।' সেকারণে সীমান্তের জেলা গুলিতে উস্কানি বাড়ছে। সেকারণে সীমান্তের জেলা গুলিতে বিশেষ করে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভিআইপিদের গাড়িতে যেন অস্ত্রপাচার না হয়

ভিআইপিদের গাড়িতে যেন অস্ত্রপাচার না হয়

এদিন মুখ্যমন্ত্রী নাম না করে বিজেপিকে নিশানা করে আরো একটি অভিযোগ করেছেন। তিনি পুলিশ প্রশাসনকে সতর্ক করে বলেছেন নজর রাখবেন ভিআইপি গাড়িতে যেন অস্ত্র টাকা পাচার না হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার সভা থেকে যথেষ্ট ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেছেন। প্রসঙ্গত উল্লেখ্য পুরসভা ভোটের পর হাওড়া থেকে বিপুল পরিমান টাকা সহ ঝাড়খণ্ডের চার বিধায়ককে গ্রেফতার করা হয়েছিল। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের সরকার ফেলতেই টাকা দিয়ে বিজেপি কংগ্রেস বিধায়কদের কিনতে চেয়েছিল বলে অভিযোগ ওঠে। সেই সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির ডিসেম্বর চ্যালেঞ্জ

বিজেপির ডিসেম্বর চ্যালেঞ্জ

ডিসেম্বরের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর রাজ্যে সরকার চালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও বারবার দাবি করেছেন ডিসেম্বরে বড় কিছু ঘটতে চলেছে। দিলীপ ঘোেষর মুখেও শোনা গিয়েছে সেকাথা। ডিসেম্বর পর্যন্ত মমতা সরকারের মেয়াদ শেষের পথে বলে দাবি করেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় সেই ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন প্রশাসনিক সভা থেকে।

ভোটার তালিকা নিয়ে উদ্বেগ

ভোটার তালিকা নিয়ে উদ্বেগ

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন অভিযোগ করেছেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ৩০ শতাংশ মানুষের নাম বাদ দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। সেকারণে তিনি বারবার প্রশাসনিক আধিকারীকদের ভোটার তালিকা নিয়ে সতর্ক করা হয়েছে। তিনি বলেছেন যাতে কারোর নাম বাদ না যায় ভোটার তালিকা থেকে সেদিকে কড়া নজর রাখতে হবে। সীমান্তের গ্রামগুলিতে যাতে বিএসএফ অত্যাচার চালাতে না পারে সেদিকে কড়া নজর রাখতে হবে পুলিশ এবং বিডিওদেও। তাঁদের এলাকায় ঘুরে নজরদারি করার নির্দেশ দিয়েছেন তিনি।

মমতার প্রশাসনিক বৈঠকে কেন আমন্ত্রণ নয়! বাইরেই বিক্ষোভে একাধিক বিজেপি বিধায়ক-সাংসদ মমতার প্রশাসনিক বৈঠকে কেন আমন্ত্রণ নয়! বাইরেই বিক্ষোভে একাধিক বিজেপি বিধায়ক-সাংসদ

English summary
CM Mamata Banerjee claimed that from December plan to instigate clashes in Border area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X