For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার প্রশাসনিক বৈঠকে কেন আমন্ত্রণ নয়! বাইরেই বিক্ষোভে একাধিক বিজেপি বিধায়ক-সাংসদ

নদিয়ার-রানাঘাটের বড় একটা অংশ জুড়ে বিজেপির প্রভাব রয়েছে। একাধিক সাংসদ এবং বিধায়ক রয়েছেন বিজেপির। আর সেই বিজেপি গড়ে অর্থাৎ রানাঘাটে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে আমন্ত্রণই পেলেন না বিজে

  • |
Google Oneindia Bengali News

নদিয়ার-রানাঘাটের বড় একটা অংশ জুড়ে বিজেপির প্রভাব রয়েছে। একাধিক সাংসদ এবং বিধায়ক রয়েছেন বিজেপির। আর সেই বিজেপি গড়ে অর্থাৎ রানাঘাটে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকে আমন্ত্রণই পেলেন না বিজেপির কোনও সাংসদ এবং বিধায়ক।

যা নিয়ে ক্ষুব্ধ বঙ্গ বিজেপি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর বৈঠক চলাকালীনই রাস্তায় বিক্ষোভ দেখাল বঙ্গ বিজেপি নেতৃত্ব। আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।

জগন্নাথ সরকারের নেতৃত্বে বিক্ষোভ

জগন্নাথ সরকারের নেতৃত্বে বিক্ষোভ

সাংসদ জগন্নাথ সরকারের নেতৃত্বে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা। কেন তাঁদের আমন্ত্রণ জানানো হয়নি সেই দাবিতেই চলে বিক্ষোভ। রানাঘাটের বিজেপি সাংসদ সহ একাধিক বিধায়ক এই বিক্ষোভ যোগ দেন। যা নিয়ে একেবারে ধুন্ধুমার বেঁধে যায়। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতাকর্মীরা। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকস্থলে কাউকে যেতে দেওয়া হয়নি। ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে আটকে দেওয়া হয় বিজেপি ওই মিছিলটিকে। কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি নেতা-কর্মীরা এগিয়ে যেতে থাকেন।

সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক।

সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক।

প্রশাসনিক বৈঠকে আমরা-ওরার রাজনীতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বলে আক্রমণ বিজেপির। রানাঘাট উত্তর-পশ্চিমের বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায় এই বিক্ষোভে অংশ নেন। পরে তিনি বলেন, জনপ্রতিনিধি হয়ে আমন্ত্রণ করা হচ্ছে না। যে জেলাতে কাজ নিয়ে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী সেখানে বিজেপি বিধায়ক এবং সাংসদে না ডাকা নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক। সরকার জনপ্রতিনিধিদের অপমান করছেন বলেও আক্রমণ তাঁর। শুধু লক্ষ লক্ষ টাকা খরচ করা হচ্ছে বলেও আক্রমণ বিজেপি বিধায়কের।

আমন্ত্রণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

আমন্ত্রণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

যদিও বিজেপির বিক্ষোভকে নাটক বলে তীব্র আক্রমণ করেছে তৃণমূল। স্থানীয় নেতৃত্বের দাবি, ইচ্ছাকৃত ভাবে অশান্তি তৈরির চেষ্টা চলছে। তবে উন্নয়নে বাধাদানকারীদের কেন ডাকা হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় তৃণমূল নেতারা। তাঁদের দাবি, উন্নয়ন কি অবস্থা আছে এবং কি করা যায় তা নিয়ে বৈঠক করেন প্রশাসনিক প্রধান। কিন্ত্য সেখানে ওরা উন্নয়নে বাধাদান করে বলে তোপ তৃণমূলের। বলে রাখা প্রয়োজন, বুধবারই নদিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমন কেন মানুষ বিজেপিকে ভোট দিল তা নিয়েও প্রশ্ন তোলেন। শুধু তাই নয়, বিজেপি সাংসদ এবং বিধায়ক থাকা সত্ত্বেও তাঁরা জেলার জন্যে কি কাজ করেছেন তা নিয়েও প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এরপরেই আমন্ত্রণ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।

English summary
BJP MLAs MPs protest as they were not invited in Mamata Banerjee's administrative meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X