গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের পাশে সামসেরগঞ্জের বাসুদেবপুর হাইস্কুল
একে তো করোনা সংক্রমণ তার ওপর আবার গঙ্গা ভাঙনের জন্য মূর্শিদাবাদের সামসেরগঞ্জে বহু মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। বেঁচে থাকার শেষ সম্বল নিজেদের ভিটে মাটিটুকু হারিয়েছেন। কীভাবে জীবন চলবে সেই চিন্তাই খেয়ে ফেলছে এইসব ক্ষতিগ্রস্ত মানুষদের। আর এই মানুষগুলির পাশে এসেই দাঁড়িয়েছে সামসেরগঞ্জের চাচন্ডো বাসুদেবপুর হাইস্কুল।

এই স্কুলের পক্ষ থেকে ধানঘরা, শিবপুর, হিরানন্দপুর এলাকার প্রায় ক্ষতিগ্রস্ত দেড়শো মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এর পাশাপাশি প্রত্যেক গ্রামবাসীকে ৫০০ টাকা করে নগদও দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিধায়ক আবেদুল ইসলাম, স্কুলের প্রধান শিক্ষক মিজাউর রহমান ও সমাজসেবী সামিয়ুল হক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। বিধায়ক আবেদুল ইসলাম স্কুলের এই উদ্যোগে খুবই খুশি।
তিনি জানিয়েছেন, প্রধান শিক্ষক মিজাউর রহমানের উদ্যোগে এই মানুষগুলি বেঁচে থাকার রসদ খুঁজে পেয়েছে। গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত গ্রামগুলি থেকেই এই স্কুলে পড়ুয়ারা আসে। তাই ছাত্রছাত্রীদের পঠন পাঠন ও ভবিষ্যতের কথা ভেবেই স্কুলের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

বিয়ের অনুষ্ঠান থেকে মারাত্মকভাবে করোনা সংক্রমণ ছড়াল আমেরিকার এই গ্রামে