For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুর্শিদাবাদে ভোটে জেতার জন্য মানুষকে টিভি ফ্রিজ দিচ্ছে তৃণমূল! করোনা-মুক্ত হয়েই বোমা ফাটালেন অধীর

রাত পোহালেই শেষ এবং অষ্টম দফার ভোট। চার জেলার ৩৫ আসনে ভোট গ্রহণ হবে। একাধিক হেভিওয়েট কেন্দ্রে ভোট রয়েছে। যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূমের একাধিক আসন। বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদের ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।

  • |
Google Oneindia Bengali News

রাত পোহালেই শেষ এবং অষ্টম দফার ভোট। চার জেলার ৩৫ আসনে ভোট গ্রহণ হবে। একাধিক হেভিওয়েট কেন্দ্রে ভোট রয়েছে। যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূমের একাধিক আসন। বৃহস্পতিবার সকাল থেকে মুর্শিদাবাদের ১১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। বীরভূমের ১১টি কেন্দ্রও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে শেষ দফার ভোটের আগে একদিকে সতর্ক নির্বাচন কমিশন।

অন্যদিকে, মুর্শিদাবাদের ভোটের আগে ভিডিও বার্তায় বিস্ফোরক মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যা নিয়ে সরগরম জেলার রাজনীতি।

ভোট কেনার অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির

ভোট কেনার অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতির

রাত পোহালেই ভোট। একেবারে শেষ দফার নির্বাচন। কোনও রকম রিস্ক নিতে চাইছে না নির্বাচন কমিশন। অন্যদিকে ভোটের আগের দিন শাসকদল তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। শাসকদলের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর অভিযোগ, জেতার জন্য শাসকদল তৃণমূল এখন এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে প্রলোভন দেখাচ্ছেন। একইসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে কোটি কোটি টাকা খরচ করে ভোট কেনার অভিযোগ করলেন তিনি। তাঁর এহেন অভিযোগ ঘিরে সরগরম রাজ্য-রাজনীতি।

ভিডিও বার্তায় আরও বিস্ফোরক অধীর

ভিডিও বার্তায় আরও বিস্ফোরক অধীর

ভোটের ঠিক আগের দিন এক ভিডিও বার্তায় বিস্ফোরক অধীর। তিনি বলেন, করোনা সংকটকালে জনসভা বাতিলের পর তিনদিন মুর্শিদাবাদেই ছিলেন তৃণমূল নেত্রী। তৃণমূল নেত্রী যা নির্দেশ দিয়েছেন, তৃণমূলের স্থানীয় স্তরের নেতারা তা পালন করছেন বলেই অভিযোগ করেন তিনি। অধীর জানান, '‌তৃণমূল নেত্রীর নির্দেশেই মুর্শিদাবাদে কোটি কোটি টাকা খরচ করেছে তৃণমূল। তৃণমূলের হার্মাদ বাহিনীকে নামিয়ে ভোট লুঠ করতে বলে গিয়েছেন তিনি। মুর্শিদাবাদে সাম্প্রদায়িকতার রাজনীতি করছে তৃণমূল।'‌

মানুষকে টিভি ফ্রিজ কিছুই দিতে বাকি রাখছে না

মানুষকে টিভি ফ্রিজ কিছুই দিতে বাকি রাখছে না

ভিডিও বার্তাতে অধীর আরও বলেন, তৃণমূল মুর্শিদাবাদে ভোটে জেতার জন্য মানুষকে টিভি ফ্রিজ কিছুই দিতে বাকি রাখছে না! কাল ভোট আজ টাকা দিচ্ছে, কিন্তু আপনারা এই প্রলোভনে পা দেবেন না। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা মুর্শিদাবাদের রবীনহুডের। একই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশ্যে আরও বার্তা, আপনারা গত ১০ বছরের মূল্যায়ন করুন। তারা ১০ বছরে কিছু করে নি বলেই আজ গরিব মানুষকে টাকার লোভ দেখাচ্ছে, কিন্তু মুর্শিদাবাদের মাটি বীরদের মাটি, তারা লড়াই করবে কিন্তু টাকা বা কোনো লোভের সামনে মাথা ঝোঁকাবে না। আগামীকাল ভোট দেবেন নিজের বিচার বুদ্ধির ওপর, মনে রাখবেন আপনাকে ভোটের জন্য ঘুষ দিতে এই কারণেই চাইছে, যাতে ভোটে তারা জিতে আপনাদের থেকে ১০ গুণ লুঠে নিতে পারে, মুর্শিদাবাদের মানুষ আপনারা ঠিক ভুল জানেন, আগামীকাল সেটাই জানাবেন ইভিএমএ।

করোনা মুক্ত অধীর

করোনা মুক্ত অধীর

মুর্শিদাবাদ মানেই কংগ্রেস গড়। বিশেষ করে অধীর গড় হিসাবেই পরিচিত। সেখানে এখনও পর্যন্ত খাতা খুলতে পারেনি তৃণমূল। এমনকি একসময়ে শুভেন্দুকে মাঠে নামিয়ে কয়েকজন কংগ্রেস বিধায়ককে তৃণমূলে টানতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও গত কয়েকদিনে একাধিক কংগ্রেস নেতা ঘরে তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন। এই অবস্থায় ভোটের আগে মনোবল বৃদ্ধি হয়েছে কংগ্রেসের। শুধু তাই নয়, ঠিক ভোট গ্রহনের আগের দিন করোনা মুক্ত হয়েছেন অধীরও। চাঙ্গা কংগ্রেস শিবির। এক কংগ্রেস নেতার কথায়, এবার শেষ দফায় বৃহস্পতিবার 'খেলা' হবে না, কংগ্রেসের গড় বাঁচাবে অধীর চৌধুরীই। এমনকি সাংসদ নিজেও বলেছেন, " বহরমপুর বিধানসভা কেন্দ্রে আমার ভোটটা আমি নিজেই লাইনে দাঁড়িয়ে গিয়ে দিতে পারব এটা আমার কাছে একটা খুশির খবর তো বটেই"।

অধীর কি পারবে গড় রক্ষা করতে?

অধীর কি পারবে গড় রক্ষা করতে?

কিন্তু ২০১৯ সালের লোকসভা ভোটের নিরিখে তাঁরই জেলার অধিকাংশ আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। তাই নিজের গড় বাঁচাতে অধীর কতটা সক্ষম হবেন তাই এখন দেখার।

English summary
ahead of west bengal assembly election 2021 adhir chowdhury alleges that tmc giving bribes ahead of murshidabad election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X