For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্যাংস্টারদের মাথায় বসে মমতা ও তাঁর ভাইপো! আগামী দিনে আরও তৃণমূল নেতা গ্রেফতার, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অধীরের

গ্যাংস্টারদের মাথায় বসে মমতা ও তাঁর ভাইপো! আগামী দিনে আরও তৃণমূল নেতা গ্রেফাতার, ইঙ্গিতপূর্ণ মন্তব্য অধীরের

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল গ্যাংস্টারদের দলে পরিণত হয়েছে। এদিন এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সরকার চালানোর নিরিখে মোদী-মমতাকে তিনি একই পংক্তিতে বসিয়েছেন বহরমপুরের সাংসদ। তিনি এদিন পশ্চিমবঙ্গে ভারত জোড়ো যাত্রার পরবর্তী সূচি জানিয়ে বলেন মুর্শিদাবাদ জেলায় তা ৮ জানুয়ারি ঢুকবে।

 মানুষের সাড়ায় আপ্লুত অধীর

মানুষের সাড়ায় আপ্লুত অধীর

এগিন অধীর চৌধুরী বলেছেন, মুর্শিদাবাদ জেলায় ভারত জোড়ো যাত্রাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে য অনুভূতি তৈরি হয়েছে, তাতে তিনি আপ্লুত। বহরমপুর শহরের খাগড়াঘাট ও গোরাবাজারের দুটি শবদাহ চুল্লি এবং পাম্পিং গ্রাউন্ড সরানোর ব্যাপারে দিল্লিতে কথা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। অধীর চৌধুরী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন, গোরাবাজার শ্মশান ঘাট পুনরায় উদ্বোধন করতে দেরি করবেন না।

 এক পংক্তিতে মোদী-দিদি

এক পংক্তিতে মোদী-দিদি

অধীর চৌধুরী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একই পংক্তিতে ফেলেছেন। তিনি বলেছেন, যেমন মোদী, তেমনই দিদি। মোদী ভারতের ইতিহাসকে ভুলিয়ে দিতে চাইছেন বলে অভিযোগ করেছেন অধীর চৌধুরী। তিনি বলেছেন, দেশের একের পর এক প্রকল্প যেগুলো ভারতের মনীষীদের নামে ছিল, সেগুলির নতুন নাম দেওয়া হচ্ছে। এব্যাপারে তিনি অতীতকে রক্ষার ডাক দিয়েছেন।

মর্যাদা হারিয়েছে রাজ্য পুলিশ

মর্যাদা হারিয়েছে রাজ্য পুলিশ

অধীর চৌধুরী এদিন কটাক্ষ করে বলেছেন, পশ্চিমবঙ্গের পুলিশ আজ আত্মসমর্পণ করেছে, তাই সরকারি আধিকারিকদের মার থেকে হচ্ছে। তিনি বলেছেন, পুলিশের পরিচয় তারা হারিয়ে ফেলেছে, তাই আজ তৃণমূলের নেতারা মারধর করছে। এর আগে আলিপুরে বেঞ্চের তলায় পুলিশ ঢুকে গিয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশদেরকে সম্মান দেন না বলেও অভিযোগ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি কটাক্ষ করে বলেন, পুলিশের যত বাহাদুরি সব বিরোধীদলের ওপরে।
আসন্ন পঞ্চায়েত ভোট প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে অধীর বলেছেন, তৃণমূলের একবার টিকিট পাওয়া মানেই ব্যাঙ্ক ব্যালেন্স থেকে গাড়ি হয়ে যাওয়া। একবার টিকিট পাওয়া মানে ৫ বছরের জন্য লুটের লাইসেন্স পাওয়া।

আগামী দিনে আরও তৃণমূল নেতার জেলে যাওয়ার পথ প্রশস্ত

আগামী দিনে আরও তৃণমূল নেতার জেলে যাওয়ার পথ প্রশস্ত

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী এবং তার ছেলে আদালতে আত্মসমর্পণ করেছেন। এপ্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, আত্মসমর্পণ করা মানে আরও তথ্য প্রকাশ করা, আরও তৃণমূল নেতাদের আগামী দিনে সিবিআই দফতরে ঢোকা এবং গ্রেফতারের ব্যবস্থা হওয়া। গোটা তৃণমূল দল আজ দুর্নীতির যে বিষাক্ত শাখা প্রশাখা বিস্তার করেছে, সেই শাখা প্রশাখা তৃণমূল দলকে আচ্ছন্ন করবে বলেও মন্তব্য করেছেন তিনি। আরও কিছুদিন অপেক্ষা করলে আরও তথ্য সামনে আসবে বলেও মন্তব্য করেছেন তিনি। বলেছেন, একা মানিক ভট্টাচার্য বা পার্থ চট্টোপাধ্যায় কোনও কাজ করেনি। এই সমস্ত চুরির পিছনে রয়েছে সংগঠিত ব্যবস্থা।

নয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়, আত্মসমর্পণ করলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী-পুত্রনয়া মোড় নিয়োগ দুর্নীতি মামলায়, আত্মসমর্পণ করলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী-পুত্র

English summary
Adhir Chowdhury targets Mamata Banerjee and Abhishek Banerjee as head of Gangstars
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X