For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে রাজ্যের প্রাক্তন মন্ত্রীর কনভয়! প্রাণে বাঁচলেন জাকির হোসেন

অল্পের জন্যে প্রাণে রক্ষা পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। গত বছরখানেক আগে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। কার্যত মৃত্যুর হাত থেকে বেঁচে আসেন জাকির হোসেন। সেই ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি।

  • |
Google Oneindia Bengali News

অল্পের জন্যে প্রাণে রক্ষা পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। গত বছরখানেক আগে তাঁকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। ঘটনায় গুরুতর আহত হন তিনি। কার্যত মৃত্যুর হাত থেকে বেঁচে আসেন জাকির হোসেন। সেই ঘটনায় এখনও আতঙ্ক কাটেনি।

অল্পের জন্যে প্রাণে বাঁচলেন জাকির হোসেন

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় দুর্ঘটনার কবলে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত কপাল জোরে রক্ষা পেয়েছেন তিনি।

তবে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে থাকা দুই নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। কীভাবে এই ঘটনা তা জানার চেষ্টা হচ্ছে পুলিশের তরফে। ঘটনার পরেই স্থানীয় তৃণমূল নেতৃত্ব রীতিমত উদ্বেগ হয়ে পড়েন। প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলের শীর্ষ নেতৃত্বও।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার নিজেরই রাইস মিলে যান বিধায়ক। সেখান থেকে একটু বেলাতেই বের হন। তাঁর কনভয় মিল থেকে বের হতেই একটি পিছন থেকে ম্যাটাডোর দ্রুত গতিতে আসতে থাকে। কিন্তু কিছুটা এগোতেই সেই গাড়িটি থেমে গেলেও পাশ দিয়ে আসা আরও একটি গাড়ি ম্যাটাডোরটিকে ধাক্কা মারে। প্রাক্তনমন্ত্রীর গাড়ি সরে গেলেও তাঁর নিরাপত্তায় থাকা কনভয়ের অন্য একটি গাড়িতে ধাক্কা মারে ওই ম্যাটাডোরটি। ধাক্কায় রীতিমত ক্ষতিগ্রস্থ হয় দুটিই গাড়িই। ঘটনায় জানা গিয়েছে, গাড়িতে থাকা দুই নিরাপত্তা রক্ষী গুরুতর আহত হয়েছেন। দ্রুত তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

এই ঘটনার পরেই পুলিশ-প্রশাসনের তরফে বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শুধুমাত্রই নিয়ন্ত্রন হারিয়ে এই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোনও কারন রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে ম্যাটাডোরের ড্রাইভারের ভূমিকাও। যদিও পুলিশের প্রাথমিক ধারনা, এই ঘটনা নিয়ন্ত্রণ হারিয়েই ঘটেছে। তবে সরকারি ভাবে এখনই কিছু বলতে নারাজ তদন্তকারী আধিকারিকরা। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাসে নিমতিতা স্টেশনে মারাত্মক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। আর এই ঘটনায় গুরুতর আহত হন জাকির হোসেন সহ-২৭ জন। বিস্ফোরণে মন্ত্রীর বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দীর্ঘদিন এসএসকেএমে চিকিৎসাধীন ছিলেন তিনি। এহেন অবস্থায় তাঁকে ভোটে দাড় করান মুখ্যমন্ত্রী। তাতেও ব্যাপক ভোটে জিতেছেন তিনি।

English summary
Accident of Ex Minister Jakir Hussain's convoy in Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X