For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে দেখা ২০২২: সুনীল থেকে বিরাট, এক নজরে এই বছরের সেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবীদ

ফিরে দেখা ২০২২: সুনীল থেকে বিরাট, এক নজরে এই বছরের সেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবীদ

Google Oneindia Bengali News

বছর ধীরে ধীরে শেষের দিকে এসে দাঁড়িছে। বিশ্বের বিভিন্ন দেশের ক্রীড়াবীদদের মতোই অনেক ওঠা পড়ার মধ্যে দিয়ে প্রতিবারের মতো এই বারও যেতে হয়েছে ভারতীয় ক্রীড়াবীদদের। নজর রাখুন ২০২২ সালের সেরা পাঁচ ভারতীয় ক্রীড়াবীদদের দিকে।

বিরাট কোহলি:

বিরাট কোহলি:

১০২১ দিন তিন অঙ্কের রানের থেকে দূরে থাকা বিরাট কোহলির শতরানের খরা শেষ পর্যন্ত মেটে এই বছর। দুর্বল আফগানিস্তানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে এশিয়া কাপে দুর্দান্ত শতরান করেন বিরাট কোহলি। এটি ছিল আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে তাঁর প্রথম শতরান। এই শতরানের পর বিরাট জানিয়েছিলেন তিনি ভাবেননি এই ফরম্যাটের মধ্যে দিয়ে তিন অঙ্কের রান ধরা দেবে তাঁকে। টি ২০ বিশ্বকাপের ধারাবাহিক ভাবে ভাল খেলেন বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে ৮২ রানে দুর্ধর্ষ ইনিংস এসেছিল প্রাক্তন ভারত অধিনায়কের ব্যাট থেকে।

পিভি সিন্ধু:

পিভি সিন্ধু:

২০২২ সালটা দারুণ কেটেছে ভারতের তারকা সাটলার পিভি সিন্ধুর জন্য। অলিম্পিকে দুই বারের পদকজয়ী সিন্ধু কমনওয়েলথ গেমসে সোনা জেতেন এই বার। মহিলাদের সিঙ্গলসে কানাডার মিচেল লি'কে স্ট্রেট গেমে পরাজিত করে সোনা জেতেন সিন্ধু।

নীরাজ চোপড়া:

নীরাজ চোপড়া:

চোটের কারণে কমনওয়েলথ গেমসে অংশ নেননি নীরাজ। টোকিও অলিম্পিকে সোনা জয়ী ভারতীয় তারকা অংশ নিয়েছিলেন বিশ্ব অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপে। দ্বিতীয় ভারতীয় এবং প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জেতেন নীরাজ। রূপো জিতেছিলেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে নীরাজ চোপড়া এই বছরের সেপ্টেম্বরে জেতেন ডায়মন্ড লিগ।

সুনীল ছেত্রী:

সুনীল ছেত্রী:

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী। ৩৮ বছর বয়সী এই ফুটবলার দেশের জার্সিতে ৮৪টি গোল করেছেন। ২০২১-২২ সালে এআইএফএফ-এর বর্ষ সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন সুনীল। এই নিয়ে সপ্তম বার এই পুরস্কার জেতেন তিনি।

লক্ষ্য সেন:

লক্ষ্য সেন:

এই তালিকায় লক্ষ্য সেনের নাম না থাকাটা অস্বাভাবিক। ফলে পাঁচ নম্বরে রয়েছেন ভারতীয় ক্রীড়াক্ষেত্রের পোস্টার বয়। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন লক্ষ্য সেন। অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে পৌঁছিয়েছিলেন তিনি। কমনওয়েলথ গেমস ২০২২-এ সোনা জেতেন লক্ষ্য সেন। ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

Year Ender 2022: রাজনীতির উত্তাপ বছরভর থেকেছে গোটা দেশে, জেনে নিন কোন নেতারা থাকলেন খবরের শিরোনামেYear Ender 2022: রাজনীতির উত্তাপ বছরভর থেকেছে গোটা দেশে, জেনে নিন কোন নেতারা থাকলেন খবরের শিরোনামে

English summary
Year Ender 2022: Top 5 Indian sports personalities in 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X