For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৭৫তম স্বাধীনতা দিবসে জন সিনা-গোল্ডবার্গদের শুভেচ্ছা পেয়ে আপ্লুত ভারতীয় ফ্যানরা

৭৫তম স্বাধীনতা দিবসে জন সিনা-গোল্ডবার্গদের শুভেচ্ছা পেয়ে আপ্লুত ভারতীয় ফ্যানরা

  • |
Google Oneindia Bengali News

৭৫তম স্বাাধীনতা দিবসের প্রেক্ষাপটে দেশজুড়ে পালিত হচ্ছে বিশেষ দিন। সর্বত্র বীর-শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীন ভারতের গরিমাকে স্মরণ করছেন মানুষ। সেই আনন্দকে আরও দ্বিগুন করলেন ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লুডব্লুই তারকারা। ভারতীয় ফ্যানদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানলেন জন সিনা, গোল্ডবার্গরা।

৭৫তম স্বাধীনতা দিবসে জন সিনা-গোল্ডবার্গদের শুভেচ্ছা পেয়ে আপ্লুত ভারতীয় ফ্যানরা

১৫ অগাস্ট উপলক্ষ্যে ইউ টিউবে ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লুডব্লুই-র তরফে একটি ভিডিও ছাড়া হয়েছে। যেখানে ভারতীয় ফ্যানদের ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে দেখা গিয়েছে মহাতারকা জন সিনা, গোল্ডবার্গ, স্টেফেইন ম্যাকমোহনকে। শার্লট ফ্লেয়ার, নিক্কি এ.এস.এইচ, ডামেইন প্রেইস্ট, ববি লাশলে, আলেক্সা ব্লিস, ইভা মারিয়ে, কারিয়ো ক্রোস, সেথ রলিন্সরাও এই ভিডিওর অংশ হয়েছেন। ভারতীয় কুস্তি তারকা শানকি, বীর, জিন্দের মহলরাও দেশবাসীকে ৭৫তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।

ওয়ার্ল্ড রেস্টলিং এন্টারটেইনমেন্ট বা ডব্লুডব্লুই-র উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ফ্যানরা। সোশ্যাল মিডিয়ায় এই ইস্যুতে নানা লেখালেখি শুরু হয়েছে। প্রিয় ডব্লুডব্লুই তারকাদের একই ভিডিওতে মুখ দেখানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অন্যান্য দেশের ফ্যানরাও।

৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লার উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উজ্জ্বীবিত হয়েছে দেশের ক্রীড়া মহল। টোকিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্যান্স ভারতের আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষ্যে দিল্লি লালকেল্লার অনুষ্ঠানে টোকিও ফেরত অ্যাথলিটদের দেশের অনুপ্রেরণা বলে আখ্যা দিয়েছেন মোদী। ভারতীয় নাগরিকদের দেশের কীর্তিধারীদের জন্য গলা ফাটানোর আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। টোকিও গেমসে নারীশক্তির উত্থানে উচ্ছ্বসিত মোদী দেশের ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নিয়েও তিনি খুলেছেন। সরব হয়েছেন প্রতিযোগিতায় নারীশক্তির জাগরণ নিয়ে।

মীরাবাঈ চানু, পিভি সিন্ধু, লাভলিনা বরগোহাঁই, রবিকুমার দাহিয়ারা টোকিও অলিম্পিক থেকে পদক জিতে দেশকে গর্বিত করেছেন। পদক জয়ের তালিকায় নাম লিখিয়েছে ভারতীয় হকি দলও। দেশের অলিম্পিক অভিযানের শেষ দিনে বজরং পুনিয়ার ব্রোঞ্জের পর নীরজ চোপড়ার সোনার হাত ধরে পদক জয়ের নিরিখে টোকিও গেমসে নতুন রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। একটি সোনা, দুটি রুপো এবং চারটি ব্রোঞ্জ সহ চলতি অলিম্পিকে ভারতের সর্বমোট পদক সংখ্যা সাতে পৌঁছে গিয়েছে। ২০১২ সালের লন্ডন অলিম্পিকের থেকে একটি পদক বেশি জিতেছেন নীরজরা। খুব কাছে পৌঁছে ভারতীয় মহিলা হকি দল, গল্ফার অদিতি অশোক ও কুস্তিগীর দীপক পুনিয়ার পদক হাতছাড়া না হলে সংখ্যাটা আরও বাড়তে পারত।

English summary
WWE wishes Indian fans 'Happy independence Day', John Cena, Goldberg, Stephanie McMahon featured in the video
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X