For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুস্তিগীররা বড় জয়ের পথে, পদত্যাগ করছেন ভারতের কুস্তি ফেডারেশনের অভিযুক্ত সভাপতি

ভারতীয় কুস্তিগীরদের ধর্না দিল্লিতে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকেও গেলেন কয়েকজন তারকা কুস্তিগীর। ফেডারেশন সভাপতি নিজেকে নির্দোষ দাবি করলেও পদত্যাগের সম্ভাবনা জোরালো।

  • |
Google Oneindia Bengali News

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতির পদ ছাড়তে চলেছেন ব্রিজ ভূষণ শরণ সিং। ২০১১ সাল থেকে তিনি এই পদে রয়েছেন। ওইদিনই ফেডারেশনের জরুরি কাউন্সিল মিটিং ডাকা হয়েছে। তাতেই পদত্যাগের সম্ভাবনা জোরালো হচ্ছে। যৌন ও মানসিক নির্যাতন-সহ একাধিক অভিযোগ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে তুলেছেন কুস্তিগীররা।

কুস্তিগীরদের ধর্নায় কাজ

কুস্তিগীরদের ধর্নায় কাজ

যন্তর মন্তরে আজ ভারতীয় কুস্তিগীরদের ধর্না দ্বিতীয় দিনে পড়ল। ফেডারেশন সভাপতির বিরুদ্ধে যৌন ও মানসিক নির্যাতন করার অভিযোগ এনেছেন অলিম্পিয়ান ভিনেশ ফোগাট। সরব হয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকরাও। কুস্তিগীরদের ন্যূনতম সম্মান না দেওয়া, নানাবিধ হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। জাতীয় শিবিরের কয়েকজন কোচও মহিলা কুস্তিগীরদের নানাভাবে হেনস্থা করেন বলে অভিযোগ। এই আবহে জাতীয় শিবির আপাতত স্থগিত রয়েছে। অভিযুক্ত কোচদের সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।

চাপে ফেডারেশন সভাপতি

চাপে ফেডারেশন সভাপতি

ব্রিজ ভূষণ শরণ সিং উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ। আবার বিজেপি নেত্রী তথা দেশের হয়ে একাধিক পদকজয়ী কুস্তিগীর ববিতা ফোগাট আজ ধর্নাস্থলে গিয়ে কুস্তিগীরদের দাবিকে সমর্থন জানিয়েছেন। কুস্তিগীরদের দাবিপূরণে তিনি সরকারের সঙ্গে কথা বলবেন বলেও জানান। আগেই জানা গিয়েছিল, ব্রিজ ভূষণ শরণ সিং কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে কথা বলেছেন। তাঁর ও ফেডারেশনের আধিকারিকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যাও দেন। তাঁর দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। তিনি ধর্নায় উপস্থিত হওয়া কুস্তিগীরদের সঙ্গে কথা বলতেও চেয়েছিলেন। কিন্তু চেষ্টা করেও ব্যর্থ হন।

ব্রিজ ভূষণের সাফাই

ব্রিজ ভূষণের সাফাই

এদিনই তিনি বেলা ১২টা নাগাদ সড়কপথে দিল্লি থেকে গোন্ডার পথে রওনা হয়ে যান। তার আগে তিনি বলেন, দিল্লিতে কুস্তিগীররা প্রতিবাদে সামিল হয়েছেন। আমি অভিযোগগুলি সম্পর্কে নিশ্চিত নই। তবে ভিনেশ যে অভিযোগ করেছেন, তা নিয়ে কি আর কেউ কিছু বলেছেন? কোনও অ্যাথলিট কি এই অভিযোগ করেছেন যে, ফেডারেশন সভাপতি তাঁকে যৌন নির্যাতন করেছেন? বলা হচ্ছে, ফেডারেশনে নাকি স্বৈরতন্ত্র চলছে। ধর্নায় বসা কুস্তিগীররা ট্রায়ালেও অংশ নিচ্ছেন না, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও অংশ নিচ্ছেন না। ফেডারেশনের নিয়ম তাঁরা মানছেন না। ধর্নায় থাকা একজনও অংশ নেননি ন্যাশনালসে।

পদত্যাগের পথে ফেডারেশন সভাপতি

পদত্যাগের পথে ফেডারেশন সভাপতি

ব্রিজ ভূষণ শরণ দাবি করেছেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে কুস্তিগীরদের সামিল করার পিছনে হাত রয়েছে এক শিল্পপতির। আমি ভিনেশ হেরে যাওয়ার পর তাঁকে মোটিভেট করি। দীপক পুনিয়া টোকিও অলিম্পিকে হারার পর রাশিয়ান কোচ রেফারিকে আক্রমণ করেছিলেন। ভিনেশ অলিম্পিকের ড্রেস পরেননি। আমি যে কোনও তদন্তের জন্য প্রস্তুত। কুস্তিগীরদের সঙ্গে কথা বলতেও সমস্য়া নেই। ভিনেশ যদি অভিযোগগুলি লিখিত আকারে দেন আমি তার উত্তর দেব। খুব গুরুতর অভিযোগ উঠেছে। সিবিআই বা পুলিশের তদন্তে সবটাই পরিষ্কার হবে। যদিও তিনি পদত্যাগ করতে চলেছেন বলেই খবর

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে কুস্তিগীররা

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে কুস্তিগীররা

এরই মধ্যে কয়েকজন কুস্তিগীর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে গিয়েছেন তাঁদের অভিযোগের বিষয়ে জানাতে। কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক ৭২ ঘণ্টার মধ্যে ভারতের কুস্তি ফেডারেশনের জবাবদিহি তলব করেছে। ফেডারেশন সেই নির্দেশ অমান্য করলে কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রক ২০১১ সালের ন্যাশনাল স্পোর্টস ডেভেলপমেন্ট কোড অনুযায়ী পদক্ষেপ করবে। আজ কুস্তিগীরদের ধর্নামঞ্চে যান সিপিআইএমের পলিটব্যুরো সভাপতি বৃ্ন্দা কারাত।

English summary
Wrestling Federation Of India President Brij Bhushan Sharan Singh Is Likely To Step Down. He Will Resign From His Post On 22nd January Following The Allegations From The Wrestlers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X