For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্রেফতারি নয়, এই কারণে ফেডারেশনের চুক্তি থেকে বাদ পড়তে পারেন খুনে অভিযুক্ত সুশীল

গ্রেফতারি নয়, এই কারণে ফেডারেশনের চুক্তি থেকে বাদ পড়তে পারেন খুনে অভিযুক্ত সুশীল

  • |
Google Oneindia Bengali News

২৩ বছরের সাগর রানা হত্যাকাণ্ডে জড়িয়ে পড়া কিংবা গ্রেফতারির জন্য নয়, বরং পারফরম্যান্সের নিরিখে ভারতীয় কুস্তি ফেডারেশনের নতুন চুক্তি থেকে বাদ পড়তে পারেন সুশীল কুমার। সূত্রের তরফে এমন খবরই রটানো হয়েছে। জানানো হয়েছে যে খুব শীঘ্রই এই ইস্যুতে বৈঠক ডাকতে চলেছে দেশের কুস্তি ফেডারেশন। যেখানে বিনিয়োগকারী টাটা মোটোর্সের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

চুক্তি থেকে বাদ পড়তে পারেন সুশীল

চুক্তি থেকে বাদ পড়তে পারেন সুশীল

সাগর রানা হত্যাকাণ্ডে জড়িয়ে যাওয়া ও গ্রেফতারির কারণে সুশীল কুমারকে চাকরি থেকে সাসপেন্ড করেছে ভারতীয় রেল। সরকারের তরফে তাঁর হাতে ক্রীড়া সংক্রান্ত যে দায়িত্ব অর্পিত রয়েছে, সেগুলি থেকে ভারতীয় কুস্তিগীরকে অব্যাহতি দেওয়া হতে পারে বলে খবর। তারই মধ্যে ভারতীয় কুস্তি ফেডারেশনের বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার সম্ভাব্য খবর সুশীলের মাথায় বজ্রাঘাত করতে পারে বলে মনে করা হচ্ছে।

পারফরম্যান্সের কারণে বাদ পড়তে পারেন সুশীল

পারফরম্যান্সের কারণে বাদ পড়তে পারেন সুশীল

বর্তমান ভারতীয় হকি ফেডারেশনের বার্ষিক চুক্তিপত্রের এ গ্রেডে (বার্ষিক ৩০ লক্ষ টাকা) রয়েছেন সুশীল কুমার। নতুন মরসুমে সেই চুক্তিপত্র থেকে অলিম্পিকে জোড়া পদকজয়ী কুস্তিগীরের বাদ পড়া যে নিশ্চিত, তা ফেডারেশনের এক সূত্র মারফত জানানো হয়েছে। যদিও সাগর রানা হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য নয়, বরং গত এক বছরে পারফরম্যান্সে অবনতির কারণেই সুশীলের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে। তবে সেই যুক্তিতে মন গলছে না ক্রীড়া মহলের একাংশের। পারফরম্যান্সের কারণে ফেডারেশনের বার্ষিক চুক্তি থেকে ভারতের মহিলা কুস্তিগীর পূজা ধান্দাও বাদ পড়তে পারেন বলে সূত্র মারফত জানানো হয়েছে।

ফেডারেশনের বৈঠকে সিদ্ধান্ত

ফেডারেশনের বৈঠকে সিদ্ধান্ত

২০২০ সালে খেলোয়াড়দের চুক্তি সহ অন্যান্য বিষয় নিয়ে ভারতীয় কুস্তি ফে়ডারেশনের বৈঠক হওয়ার কথা ছিল। তাতে বিনিয়োগকারী টাটা মোটোর্সেরও যোগ দেওয়ার কথা ছিল। করোনা ভাইরাসের জেরে সে বছরের জন্য ওই বৈঠক স্থগিত রাখা হয়েছিল। আগামী কয়েকদিনের মধ্যেই তা ফের আয়োজন করা হবে বলে ভারতীয় কুস্তি ফেডারেশনের সূত্র মারফত জানানো হয়েছে। সেই বৈঠকে সুশীল ও পূজাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।

একে একে সব হারাচ্ছেন সুশীল

একে একে সব হারাচ্ছেন সুশীল

সুশীল কুমার নর্দান রেলওয়ের সিনিয়র কমার্শিয়াল ম্যানেজারের পদে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। দিল্লি সরকারের তরফে সুশীলকে বিদ্যালয় স্তর থেকে ক্রীড়ার মানোন্নয়নের জন্য ছত্রসল স্টেডিয়ামে স্পেশাল ডিউটি অফিসার বা ওএসডি হিসেবেও নিযুক্ত করা হয়েছে। সেই সঙ্গে দিল্লি হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন সুশীল। খুনের মামলায় নাম জড়িয়ে যাওয়ার পর রেলের চাকরি খোয়াতে চলেছেন ভারতীয় কুস্তিগীর। মামলায় দোষী সাব্যস্ত হলে সুশীলের বিরুদ্ধে ভারতীয় হ্যান্ডবল ফেডারেশন কড়া পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন সংস্থার এগজিকিউটিভ ডিরেক্টর আনন্দেশ্বর পান্ডে।

ছবি সৌজন্যে : দিল্লি পুলিশ

English summary
Wrestling Federation of India may not renew Sushil Kumar's contract
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X