For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনুরাগের সঙ্গে বৈঠকে কুস্তিগীরদের বড় জয়, সরকার তদন্ত কমিটি গড়ছে, সরতেই হবে ব্রিজ ভূষণকে

ভারতের কুস্তি সংস্থার প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। সামনে এসেছে একাধিক কুকর্মের কথা। তদন্ত কমিটির কথা অনুরাগ ঠাকুর জানাতেই ধর্না প্রত্যাহার ভারতীয় কুস্তিগীরদের।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে ফলপ্রসূ বৈঠক ভারতীয় কুস্তিগীরদের। ভারতের কুস্তি সংস্থার প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। ব্রিজ ও ফেডারেশন কর্তাদের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ থেকে খুনের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। তার প্রতিবাদে যন্তর মন্তরে ধর্নায় বসেন কুস্তিগীররা। সামনে আসে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ।

অনুরাগের সঙ্গে কুস্তিগীরদের বৈঠক

অনুরাগের সঙ্গে কুস্তিগীরদের বৈঠক

অলিম্পিক, কমনওয়েলথ গেমস, বিশ্ব চ্য়াম্পিয়নশিপে দেশের হয়ে পদকজয়ী কুস্তিগীরদের সঙ্গে গতকাল দ্বিতীয় দফার বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। সেই বৈঠকেই জট খোলে। কুস্তিগীররা দাবি করছিলেন অভিযুক্ত ফেডারেশন সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিং (যিনি উত্তরপ্রদেশের কাইসেরগঞ্জের বিজেপি সাংসদ)-এর অপসারণ এবং ফেডারেশনের নতুন কমিটি গঠন। এমনকী যৌন নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত ও শাস্তির দাবিতেও অনড় থাকেন কুস্তিগীররা। গভীর রাতে অনুরাগ সাংবাদিক বৈঠকে আসেন কুস্তিগীরদের সঙ্গে নিয়েই।

তদন্ত কমিটি গঠন

তদন্ত কমিটি গঠন

কুস্তিগীররা যে ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন তার তদন্তের জন্য কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। কমিটিতে কারা থাকবেন তা আজ জানিয়ে দেওয়া হবে। এই কমিটিই আপাতত ফেডারেশনের দৈনন্দিন কাজকর্ম দেখবে। এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেবে কমিটি। অনুরাগ ঠাকুর বলেন, ওভারসাইট কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। চার সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা হবে। আর্থিক বা যৌন কেলেঙ্কারির মতো নানাবিধ অভিযোগ উঠেছে ফেডারেশন এবং এর সভাপতির বিরুদ্ধে। সব অভিযোগেরই তদন্ত হবে।

ফেডারেশনের কাজকর্মও দেখবে কমিটি

ফেডারেশনের কাজকর্মও দেখবে কমিটি

অনুরাগ ঠাকুরের সঙ্গে কুস্তিগীরদের গতকালের বৈঠক চলে ঘণ্টা পাঁচেক ধরে। অনুরাগ জানিয়েছেন, যতদিন না তদন্ত প্রক্রিয়া শেষ হবে ততদিন ফেডারেশন পদে থাকতে পারবেন না ব্রিজ ভূষণ শরণ সিং। তদন্তকারীদের সহযোগিতাও করতে হবে তাঁকে। ফেডারেশনের যাবতীয় কাজকর্ম এই সময়কালে দেখবেন কমিটির সদস্যরা।

আশস্ত বজরংরা

আশস্ত বজরংরা

বজরং পুনিয়া বলেন, আমরা প্রতিবাদের পথ থেকে সরে যাচ্ছি। আমরা ধর্নায় বসতে চাইনি। কিন্তু জল মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। ফেডারেশন সভাপতি আমাদের নানা হুমকিও দিচ্ছিলেন। কেন্দ্রীয় সরকার কুস্তিগীরদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছে। চলতি বছর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কেন না, এশিয়ান গেমস রয়েছে। অলিম্পিকের কোয়ালিফায়ারও রয়েছে। তবে অনুরাগ বা কুস্তিগীররা সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর দেননি। এদিকে, জানা যাচ্ছে কুস্তিগীরদের অভিযোগ সামনে আসার পর ফেডারেশন সভাপতিকে ক্রীড়া মন্ত্রকের তরফে ৭২ ঘণ্টার মধ্যে জবাবদিহি তলব করা হয়েছিল। ফেডারেশন বক্তব্য গতকাল জানিয়েছে সরকারকে। কাল ফেডারেশনের জরুরি এগজিকিউটিভ কমিটির বৈঠক রয়েছে। তারপর মুখ খোলার কথা ব্রিজ ভূষণ শরণ সিংয়ের।

English summary
Wrestlers Stop Protests After Meeting With Anurag Thakur As WFI Chief To Be Sidelined. The Government Decided To Form Oversight Committee To Investigate The Allegations Of Sexual Harassment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X