পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতীয় ক্রীড়াবিদ গীতা ফোগাত। মঙ্গলবার ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ডাক্তাররা মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন। সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে স্বামীর সঙ্গে ছবি তুলে এদিন সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার কথা জানালেন ফোগাত। ক্রিসমাসের একদিন আগে মা হয়েছেন ফোগাত। ২০১৬ সালে কুস্তিগীর পবন কুমারের সঙ্গে গীতার চার হাত এক হয়েছিল।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">HELLO BOY !! WELCOME TO THE WORLD 🥰🤗 He is here 🤗 we are so much in love ❤️ 👶🏻 please give him your love and blessings 🙏😇 he made our life perfect now 🙏👪<br>Nothing can be described the feelings of watching your own baby be born 😍<br><br>Date - 24-12-2019 <a href="https://t.co/9KAc3Ew15c">pic.twitter.com/9KAc3Ew15c</a></p>— geeta phogat (@geeta_phogat) <a href="https://twitter.com/geeta_phogat/status/1209478200004239362?ref_src=twsrc%5Etfw">December 24, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Congratulations, sister, on your newborn baby. I wish your new bundle of joy a long life full of happiness, fun, laughter and love. May he meet with love, success and happiness in each and every step he takes in life. You just penned down your new legacy with this beautiful baby <a href="https://t.co/MTzwcHzg6L">pic.twitter.com/MTzwcHzg6L</a></p>— Babita Phogat (@BabitaPhogat) <a href="https://twitter.com/BabitaPhogat/status/1209485491206156288?ref_src=twsrc%5Etfw">December 24, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
প্রসঙ্গত ২০১০ সালে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা জেতেন গীতা। এরপর ২০১২ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। মাঝে ২০১১ সালে মেলবোর্ন কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন গীতা। ২০১৩ সালের কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের আসর থেকে রুপো ও ২০১৫ এশিয়ান চ্যাম্পিয়নশিপে গীতার ব্রোঞ্জ রয়েছে।
উল্লেখ্য গীতা ও তাঁর বোন ববিতা ফোগাতের কুস্তিতে সাফল্য ও তাঁদের জীবনসংগ্রাম নিয়ে বলিউডের জনপ্রিয় স্পোর্টস ফিল্ম 'দঙ্গল' সিনেমা হয়েছে। যেখানে গীতার বাবা মহাবীর সিং ফোগাতের চরিত্রে আমির খান অভিনয় করেন।