আরও এক ইন্দ্রপতন! বিষাদের সুর বাজিয়ে বছর শেষে বিদায় নিলেন কিংবদন্তি কিনডো
আরও এক ইন্দ্রপতন! ভারতের হয়ে বিশ্বকাপ ও অলিম্পিকে পদক জয়ী হকি খেলোয়াড় মাইকেল কিনডো প্রয়াত হয়েছেন। ২০২০-এর শেষ লগ্নে বিষাদের সুর বাজিয়ে বৃহস্পতিবার বা ৩১ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিংবদন্তি। ওড়িশা স্পোর্টসের তরফে এই খবর জানানো হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩।

আজীবন ফুল ব্যাক পজিশনে খেলা মাইকেল কিনডো, মালেশিয়ার কুয়ালালমপুরে ১৯৭৫ সালে হওয়া হকি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন। টুর্নামেন্টের ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ১৯৭২ সালে জার্মানির মিউনিখে হওয়া অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কিনডো।
Deepest condolences on the passing away of legendary hockey Olympian Michael Kindo ! First tribal to don India 🇮🇳 colours, he won a bronze in Olympic Games and all 3 categories of medals in World Cups. May his soul rest in peace. 🙏@TheHockeyIndia @FIH_Hockey pic.twitter.com/eoR4M8clhM
— Odisha Sports (@sports_odisha) December 31, 2020
ওড়িশার আদিবাসী পরিবার থেকে উঠে আসা দেশের প্রাক্তন এই হকি তারকা দীর্ঘদিন ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ নিজের বাড়িতেই কিনডো শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে পরিবারের তরফে জানানো হয়েছে। স্ত্রী এবং দুই কন্যাকে রেখে গেলেন দেশের কিংবদন্তি হকি তারকা।
মাইকেল কিনডোর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছ হকি ইন্ডিয়া। ১৯৭৫ সালের হকি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের অন্যতম সদস্যের শূন্যতা পূরণ হওয়া সম্ভব নয় টুইটে লিখেছে তারা। একই সঙ্গে কিনডোর পরিবারের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেছে হকি ইন্ডিয়া। মাইকেল কিনডোর প্রয়াণে শোকস্তব্ধ হয়েছে ওড়িশা স্পোর্টস। দেশের প্রথম আদিবাসী হিসেবে বিদেশে ভারতীয় পতাকা তুলে ধরা কিংবদন্তির আত্মার শান্তি কামনা করেছে ওড়িশা স্পোর্টস।
