For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার পুনরুত্থানে সতর্ক চিন, শীতকালীন অলিম্পিকের আগে সংক্রমণ রোখাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ

চিনে শীতকালীন অলিম্পিকের আগে করোনা সংক্রমণ রোখাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ আয়োজকদের

  • |
Google Oneindia Bengali News

ফের গোটা চিন জুড়েই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনা ভাইরাস। আর তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে শীতকালীন বেজিং অলিম্পিকের আয়োজকেরা। এদিকে খেলা শুরু হতে আর হাতে মাত্র ১০০ দিনেরও কম সময়। এদিকে ইতিমধ্যেই উত্তর পশ্চিম চিনের একটি শহর লানঝাওয়ে জারি করা হয়েছে লকডাউন। আর তাতেই বেড়েছে উদ্বেগ।

সতর্ক চিন

সতর্ক চিন

বিশাল মাত্রায় সংক্রমণ দেখা না গেলেও করোনা কাঁটা যাতে নতুন করে আম-আদমির চিন্তার বিষয় না হলে সেই জন্য আগেভাগেই ফের করোনা বেড়ি পড়াতে শুরু করে দিয়েছে বেজিং। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল (China Lockdown)। সেই সঙ্গে বহু এলাকাতেই ফের লকডাউন শুরু হয়েছে। তবে সব থেকে বেশি করোনা দেখা যাচ্ছে উত্তর-পশ্চিম চিনে। কার্যত সেখানেই বিধিনিষেধের ঘেরাটোপ সবথেকে বেশি।

কেন বাড়ছে সংক্রমণ

কেন বাড়ছে সংক্রমণ

এদিকে চিনা প্রশাসনের দাবি, বাইরে থেকে আসা পর্যটকদের থেকেই নতুন করে সংক্রমণের(China Coronavirus) গ্রাফের এই ঊর্ধ্বগতি। তাঁদের একটি বড় অংশই প্রবীণ বৃদ্ধ বৃদ্ধারা। এদিকে শীতাকালীন অলিম্পিকের কারণেও ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। অন্যান্য দেশ থেকেও আসতে শুরু করেছেন পর্যবেক্ষকেরা। আর সেখানও থেকে যাচ্ছে নতুন চিন্তা। সহজ কথায় খেলা শুরু মাস তিনেক আগে এখন সংক্রমণ রোখাই সবথেকে বড় চ্যালেঞ্জ আয়োজকদের কাছে।

কী বলছেন আয়োজক কমিটির ভাইস প্রেসিডেন্ট

কী বলছেন আয়োজক কমিটির ভাইস প্রেসিডেন্ট

এমনকী একথা স্বীকার করে নিয়েছেন বেজিং অলিম্পিক আয়োজক কমিটির ভাইস প্রেসিডেন্ট ঝাং জিয়ানডংও। এদিকে লানঝাওয়ের কোনও আবাসন থেকে সাধারণ মানুষ যাতে বাইরে না বের হতে পারে সেই জন্য প্রতিটি আবাসনের উপর কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। অত্যন্ত প্রয়োজন ছাড়া শহরের বাসিন্দারা যাতে কোনওভাবেই বাইরে বের না হয় সেই বিষয়ে বারবার সতর্কও কড়া হচ্ছে। ইতিমধ্যেই বিধিনিষেধের কড়াকড়ি দেখতে পাওয়া যাচ্ছে বেজিংয়েও।

 বেজিংয়ে আক্রান্ত কত

বেজিংয়ে আক্রান্ত কত

যদিও বেজিংয়ে আক্রান্তের সংখ্যা সেই ভাবে নেই বললেই চলে। মঙ্গলবার চিনের রাজধানীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ জন। তবুও করোনা ঠেকাতে বিন্দুমাত্র ঢিলেমি দিতে চাইছে না চিন সরকার। কমপক্ষে ১১টি প্রদেশ জুড়ে করোনা টেস্টের গতি আগের থেকে অনেক বাড়ানো হচ্ছে। পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল এমনকী ফ্লাইট পরিষেবাও।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
China warns of corona resurgence, preventing infection ahead of Winter Olympics biggest challenge now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X