For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অলিম্পিকে পদক জয়ী ভারতীয় পুরুষ হকি দলকে শুভেচ্ছা ‘‌কবীর খান’‌–এর, অভিনন্দন গোটা বলিউডের

অলিম্পিকে পদক জয়ী ভারতীয় পুরুষ হকি দলকে শুভেচ্ছা ‘‌কবীর সিং’‌–এর, অভিনন্দন গোটা বলিউডের

Google Oneindia Bengali News

প্রায় ৪১ বছর পর ইতিহাস রচনা হল টোকিও অলিম্পিকে। হকিতে ব্রোঞ্জ জিতল ভারতীয় পুরুষ হকি দল। ৫-৪ গোলে জার্মানিকে হারিয়ে দেশের ঝুলিতে আরও এক পদক এনে দিল ভারতীয় হকি দল। প্রসঙ্গত, ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবারের মতো জয়ী হয়েছিলেন ভারতীয় পুরুষ হকি দল। গোটা দেশ এই জয়ে যারপরনাই খুশি এবং টুইটার ভাসছে অভিনন্দনের জোয়ারে। ভারতীয় পুরুষ হকি দলের এই সাফল্যে খুশি বলিউডও, বি–টাউনের তারকারাও একে একে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছেন।

শাহরুখ খানের শুভেচ্ছা

শাহরুখ খানের শুভেচ্ছা

বলিউডের কিংবদন্তী অভিনেতা শাহরুখ খানও ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন। সুপারস্টার টুইট করে লিখেছেন, '‌ওয়াও!‌ ভারতীয় পুরুষ হকি দলকে অভিনন্দন। আজ লড়াই এবং দক্ষতার শীর্ষে ছিল ভারতীয় দল। কী দারুণ একটা ম্যাচ দেখলাম।'‌ শাহরুখ পুরুষ এবং মহিলা উভয় দলের ভারতের জয়ের পক্ষে টুইট করেছেন।

অভিনন্দন অক্ষয় কুমার ও অনিল কাপুরের

অভিনন্দন অক্ষয় কুমার ও অনিল কাপুরের

অভিনেতা অক্ষয় কুমারও অভিনন্দন জানিয়েছেন ভারতীয় পুরুষ হরি দলকে। তিনি টুইটে বলেছেন, '‌পুনরায় ইতিহাস লেখার জন্য টিম ভারতকে অভিনন্দন!‌ ৪১ বছর পর অলিম্পিকে পদক জয়। কি দারুণ ম্যাচ, দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে!‌'‌ ঐতিহাসিক এই জয়ের পর অভিনেতা অনিল কাপুর জানান যে এই খেলী দেখার জন্য যদি তাঁর বাবা বেঁচে থাকতেন। তিনি মোদীর টুইটের প্রতিক্রিয়া দেন এবং লেখেন, 'অভূতপূর্ব জয়, আমার বাবা বেঁচে থাকলে এই ঐতিহাসিক দিনটি দেখতে পারতেন তিনি ওপর থেকে খুশি হচ্ছেন। ভারতীয় পুরুষ হকি দলকে ধন্যবাদ‌, অভিনন্দন।'‌

অন্যান্য বলিউড অভিনেতাদের টুইট

অন্যান্য বলিউড অভিনেতাদের টুইট

মধুর ভাণ্ডারকার, নেহা ধুপিয়া, টাইগার শ্রফ এবং আরও অনেক বলিউড তারকারা ভারতীয় পুরুষ হকি দলের এই সাফল্যে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। অবিষেক বচ্চন টুইটে বলেছেন, '‌সব ব্রোঞ্জের জন্য উজ্জ্বল। অলিম্পিকে অসাধারণ জয়। ৪১ বছর পর ভারতীয় পুরুষ হকি দলের পদক জয়ের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ।'‌

 নায়ক

নায়ক

জোড়া গোল করে এই ম্যাচের নায়ক হয়েছেন সিমরণজিৎ। শুরুতে পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ায় ভারত। প্রসঙ্গত, ১৯৮০ সালে পোডিয়াম ফিনিশের পর প্রথমবার পোডিয়ামে উঠছে ভারত। ব্রোঞ্জ মেডেল নিয়ে দেশে ফিরছে মনপ্রীতরা। ইতিমধ্যেই টুইট করে ভারতীয় হকি দলকে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, '‌ঐতিহাসিক! আজকের দিন সকল ভারতীয়র মনে থাকবে।'‌ টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, জগদীপ ধনখড়।

দারুণ ম্যাচ খেলে ভারত

দারুণ ম্যাচ খেলে ভারত

খেলতে নেমে প্রথম ২ মিনিটেই ধাক্কা পেয়েছিল মনপ্রীতরা। শুরুতেই গোল করে ভারতকে চাপের মুখে রেখেছিল জার্মানি। এক সময় ১-৩ গোলে পিছিয়ে গিয়েছিল ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচে ফেরেন মনপ্রীতরা। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি পেয়ে গোল করতে ভুল করল না রূপিন্দর পাল সিং। এরপরেই এগিয়ে যায় ভারত।

English summary
whole bollywood including shah rukh khan to akshay kumar congratualtes indian men hocky team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X