For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাহসিকতার আরেক নাম, তোমারে সেলাম! বিরাট থেকে সানিয়া, অভিনন্দনকে স্বাগত জানাল ক্রীড়া মহল

বিরাট কোহলি থেকে সানিয়া মির্জা, উইং কমান্ডার ফিরে আসার পর অভিনন্দন বর্তমানকে স্বাগত জানিয়েছেন ভারতীয় ক্রীড়াবিদরা।

Google Oneindia Bengali News

দুই দিন আগে পাকিস্তানের ভূখন্ডে মিগ-২১ বিমান ভেঙে পড়ে পাক সেনাদের হাতে বন্দী হয়েছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। শুক্রবার দেশে ফিরলেন তিনি। ইন্দো-পাক সীমান্তের জিরো লাইনে সীমান্তরক্ষী বাহিনীর পদস্থ কর্তাদের হাতে তাঁকে তুলে দেয় পাক রেঞ্জাররা।

অভিনন্দনের বন্দী হওয়ার পর যেরকম সারা দেশ তাঁর মুক্তির জন্য প্রার্থনা করেছিবল, তেমনই তিনি দেশে ফেরার বর বীরের সম্মানে বরণ করে নিয়েছে ভারতবাসী। সারা দেশের সঙ্গে একই আবেগের রথে সামিল হয়েছে ক্রীড়ামহলও। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে অধিনায়ক বিরাট কোহলি, টেনিস তারকা সানিয়া মির্জা - প্রত্যেকেই তাঁর বীরত্বকে সেলাম জানিয়েছেন।

একনজরে দেখে নেওয়া যাক, কে কী বললেন -

বিসিসিআই

এদিনই ভারতীয় দলের নতুন জার্সি উন্মোচন হয়েছে। সেই জার্সি দিয়েই তাঁকে স্বাগত জানিয়েছে ভারতীয় বোর্ড।

সচিন তেন্ডুলকার

ক্রিকেট কিংবদন্তি বলেছেন অভিনন্দন আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে শিখিয়েছেন।

বিরাট কোহলি

ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি বলেছেন অভিনন্দনই আসল নায়ক।

সানিয়া মির্জা

পুলওয়ামার ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিন্দা করতে দেরি করায় তাঁর সমালোচনা হয়েছিল। অভিনন্দনকে স্বাগত জানাতে কিন্তু জেরি করেননি টেনিস তারা।

অনিল কুম্বলে

প্রাক্তন ক্রিকেটার ও ভারতের প্রাক্তন কোচ অনিল কুম্বলেও সেলাম জানিয়েছেন উইং কমান্ডারকে।

রাণি রামপাল

ভারতীয় মহিলা হকি দলের অধিনায়িকা রাণি রামপাল বলেছেন অভিনন্দনের জন্য সারা দেশ গর্বিত।

ভিভিএস লক্ষণ

প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ তাঁর নিঃস্বার্থতাকে সেলাম জানিছেয়েন।

সাইনা নেহওয়াল

ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালও অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন।

বীরেন্দ্র সেওয়াগ

সেওয়াগ অভিনন্দনের একটি স্কেট পোস্ট করে তাঁকে স্বাগত জানিয়েছেন।

সুশীল কুমার

অলিম্পিকের মঞ্চে দেশকে গর্বিত করা কুস্তিগীর সুশীল কুমার জানিয়েছেন দেশের আসল গর্ব অভিনন্দন।

গৌতম গম্ভীর

গম্ভীর জানিয়েছেন অভিনন্দন ফেরার আগে তিনি স্নায়ুর চাপে ভুগছিলেন।

শিবা থাপা

অভিনন্দনকে স্বাগত জানিয়েছেন অলিম্পিয়ান বক্সার শিবা থাপাও।

ইরফান পাঠান

ক্রিকেটার ইরফান পাঠান অভিনন্দনের সঙ্গে সমগ্র সশস্ত্র বাহিনীর জন্যই গর্বিত বলে জানিয়েছেন। সেই সঙ্গে এই উত্তেজনার মদ্যেও এই মানবিক আচরণের কথাও আলাদ করে উল্লেখ করেছেন তিনি।

সাক্ষী মালিক

আরেক অলিম্পিক পদক জয়ী কুস্তিগীর সাক্ষী মালিকও অভিনন্দনের স্কেচ পোস্ট করে তাঁণকে স্বাগত জানিয়েছেন।

English summary
From Virat Kohli to Sania Mirza, Indian sportspersons have saluted Wing Commander Abhinandan Varthaman on his return.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X