পাকিস্তানের পিৎজা কাউন্টারে পার্ট-টাইমে চাকরি করছেন বিরাট কোহলি, ভাইরাল হল ভিডিও
দুধ মাঙ্গোগে তো ক্ষীর দেঙ্গে কাশ্মীর মাঙ্গোগে তো চির দেঙ্গে অর্থাৎ দুধ চাইলে ক্ষীর দেব কিন্তু কাশ্মীর চাইলে চিরে দেব। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ঠিক এই ভাষাতেই শাসিয়েছে ভারত। তারপরেও তাদের আবদারের শেষ নেই। সপ্তাহ খানেক আগে তাঁরা চেয়েছিলেন বিরাট কোহলিকে। বদলে নিজেদের গোটা ক্রিকেট দলকেও তুলে দিতে চেয়েছিলেন পাকিস্তানি জার্নালিস্ট।
তো তাঁরা আবদার তো পূর্ণ হয়নি। তাই আপাতত দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছেন পাকিস্তানের মানুষজন। এমনিতেই ভারেতর সব জিনিসের কপি বানাতে সিদ্ধহস্ত পাকিস্তান এবার একেবারে বিরাটেরও কপি বানিয়ে নিয়েছেন। না কোনও মূর্তি নয়।

একেবারে মানুষ। আন্তর্জাতিক এই পিৎজা পরিবেশক সংস্থার কাউন্টারে পিৎজা বানাতে দেখা যাচ্ছে কোহলির লুক অ্যালাইককে। ভারত অধিনয়াকের লুক অ্যালাইকের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখে নিন পাক 'বিরাটে'- র পিৎজা বানানোর ভিডিও।