টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন বিকাশ, পূজা সহ ৫ ভারতীয় বক্সারের
২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন পাঁচ ভারতীয় বক্সার। এশিয়ান কোয়ালিফায়ারের সেমিফাইনালে পৌঁছে টোকিও-র উড়ান ধরার ছাড়পত্র পাওয়া বক্সারদের মধ্যে বিকাশ কৃষাণ যাদব, পূজা রানী, সতীশ কুমার ও লভলিনা বর্গহাইন অন্যতম। তাঁদের পারফরম্যান্সে খুশি দেশের ক্রীড়া মহল।

বিশ্বের চার নম্বর বক্সার পূজা, এশিয়ান কোয়ালিফায়ারের ৭৫ কেজির কোয়ার্টার ফাইনালে থাইল্যান্ডের পরনিপা ছুতের বিরুদ্ধে খেলতে নেমেছিলন। প্রতিপক্ষকে কার্যত ৫-০ ব্যবধানে উড়িয়ে দেন তিনি। ৬৯ কেজি বিভাগে খেলতে নেমে বিশ্বের তিন নম্বর বক্সার জাপানের সেওনরেটস ওকাজাওয়াকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে ওঠার পাশাপাশি টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন বিকাশ কৃষাণ যাদব।
এশিয়ান কোয়ালিফায়ারে, মহিলাদের ৬৯ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের মাফটুনাখন মেলিয়েভাকে হারিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই বারের ব্রোঞ্জজয়ী ভারতীয় বক্সার লভলিনা বর্গহাইন। পুরুষদের ৭৫ কেজি বিভাগে ইন্দোনেশিয়ার মাইখেল রবার্ড মুসকিতাকে ৫-০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছেন এশিয়ান চ্যাম্পিয়নশিপে রূপোজয়ী ভারতীয় বক্সার আশিষ কুমার। ৯১ কেজি বিভাগে প্রতিপক্ষকে কার্যত ৫-০ পয়েন্টের ব্যবধানে উড়িয়ে দিয়ে ২০২০ টোকিও অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন সতীশ কুমার।
<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">A great Day for India as <a href="https://twitter.com/hashtag/AshishKumar?src=hash&ref_src=twsrc%5Etfw">#AshishKumar</a> becomes the fourth Indian boxer to qualify for the <a href="https://twitter.com/hashtag/Tokyo2020?src=hash&ref_src=twsrc%5Etfw">#Tokyo2020</a> <a href="https://twitter.com/hashtag/Olympics?src=hash&ref_src=twsrc%5Etfw">#Olympics</a>. What a proud moment for India 🇮🇳 Hearty congratulations Ashish! <a href="https://t.co/pDDjG9dqFo">pic.twitter.com/pDDjG9dqFo</a></p>— Kiren Rijiju (@KirenRijiju) <a href="https://twitter.com/KirenRijiju/status/1236705454211780608?ref_src=twsrc%5Etfw">March 8, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ভারতীয় বক্সারদের এই সাফল্যে উচ্ছ্বসিত দেশের ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু। টুইট করে দেশের সফল বক্সারদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভারতীয় বক্সারদের এই সফলতায় মুগ্ধ দেশের ক্রীড়াপ্রেমীরা।
ধোনিকে কোনও স্পোশাল সুযোগ নয়, আইপিএলে পারফর্ম কর দলে ঢোক! স্পষ্ট বার্তা!