For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ৮ বছর বয়সে তাবড় চেজ মাস্টারদের একত্রে পরাজিত করা স্যামুয়েল রিশিভস্কির সেই অমূল্য ভিডিও দেখে নিন

মাত্র ৮ বছর বয়সে তাবড় গ্র্যান্ডমাস্টারদের একত্রে পরাজিত করা স্যামুয়েল রিশিভস্কির সেই অমূল্য ভিডিও দেখে নিন

Google Oneindia Bengali News

কুড়ি জন গ্র্যান্ডমাস্টার বসে রয়েছেন দাবার বোর্ড প্যারিসে এবং একটি মাত্র আট বছররে বালক প্রতিটা গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চলেছেন অতি সহজেই, ঠিক যেন হেলায় হারানো- কল্পনা করতে পারেন। এক এক জন পোড় খাওয়া দাবাড়ুকে একাই নাকানি চোবানি খাওয়াচ্ছে একটি আট বছরের বালক! অবিশ্বাস্য মনে হয়েও এমনটাই ঘটেছিল ১৯২০ সালে।পরবর্তীতে এই বালকই হয়ে উঠেছিলেন আমেরিকার অন্যতম সেরা গ্র্যান্ডমাস্টার স্যামুয়েল রিশিভস্কি।

মাত্র ৮ বছর বয়সে তাবড় গ্র্যান্ডমাস্টারদের একত্রে পরাজিত করা স্যামুয়েল রিশিভস্কির সেই অমূল্য ভিডিও দেখে নিন

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী , ২০ জন তাবড় দাবাড়ুর মুখোমুখি হয়েছিলেন স্যামুয়েল এবং সেই বালক 'মুখ বন্ধ করে একটি বোর্ডে যাচ্ছিলেন এবং তাঁদের সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দিচ্ছিলেন।' বালক স্যামুয়েলের মাথা এতটার প্রখর ছিল। ৫ বছর বয়স থেকে এই খেলার সঙ্গে যুক্ত তিনি। সম্প্রতি সেই খেলার একটি ছোট ভিডিও ক্লিপিংস ছড়িয়ে পড়েছে টুইটারে।

মাত্র ৪ বছর বয়সে দাবা খেলা শেখেন স্যামুয়েল। তাঁর প্রতিভা চাপা থাকেনি সেই সময়ে বিস্ময়কর শিশু দাবাড়ু হিসেবে সারা ইউরোপ এবং আমেরিকায় ছড়িয়ে পড়েছিল তাঁর নাম। তার বয়স যখন ছয় তখন থেকেই প্রাপ্ত বয়স্ক এবং পরিণত মস্তিস্কের দাবাড়ুের সঙ্গে লাগাতার খেলতে থাকে সে। ৮ বছর বয়স থেকে প্রখর এবং শক্তিশালী দাবাড়ুদের সঙ্গে খেলতে থাকে স্যামুয়েল। প্রথম বিশ্ব যুদ্ধের সময়ে আমেরিকায় পরিবারের সঙ্গে চলে যায় বালক স্যামুয়েল।

মাত্র ৯ বছর বয়সে আমেরিকায় ওয়েস্ট পয়েন্টে সেনাবাহিনীর অ্যাকাডেমিতে ২০ জন অফিসারের সঙ্গে লাগাতার খেলেছিলেন স্যামুয়েল। এটাই ছিল আমেরিকায় তার প্রথম লাগাতার একাধিক দাবাড়ুর বিরুদ্ধে প্রথম এক্সিবিসন। ২০ জনের মধ্যে ১৯ জনের বিরুদ্ধেই তিনি জিতেছিল এবং একটি ম্যাচ ড্র হয়। মাত্র ৯ বছর বয়সে সারা দেশ ঘুরে পরপর এক্সিবিশনে মোট ১৫০০টি ম্যাচ খেলেন স্যামুয়েল, যার মধ্যে মাত্র ৮টি ম্যাচে তিনি পরাজিত হন। শুরুর দিকে স্কুলে যেতেন না স্যামুয়েল। যথার্থ গার্ডেনশিপ পালন করতে না পারার অভিযেগো তাঁর বাবা-মা'কে ম্যানহাটান চিল্ড্রেন'স কোর্টেও হাজিরা দিতে হয়েছিল।

স্যামুয়েল কখনওই সেই ভাবে পেশাদার দাবাড়ু হয়ে ওঠেননি। সেকেন্ডারি স্তরের পড়াশোনা সম্পূর্ণ করার জন্য ১৯২৪ থেকে ১৯৩১ সাল পর্যন্ত দাবা থেকে দীরে ছিলেন তিনি। ১৯৩৪ সালে অ্যাকাউন্টেন্সিতে তিনি স্নাতক হন শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে। এক জন অ্যাকাউন্টেন্ট হয়েই নিজেকে এবং নিজের পরিবারকে সামলেছেন তিনি।

English summary
Video: Samuel Reshevsky, defeated several chess masters at age 8 in a simultaneous exhibition in Paris. কুড়ি জন গ্র্যান্ডমাস্টার বসে রয়েছেন দাবার বোর্ড প্যারিসে এবং একটি মাত্র আট বছররে বালক প্রতিটা গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চলেছেন অতি সহজেই, ঠিক যেন হেলায় হারানো- কল্পনা করতে পারেন।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X