For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্লোর এক্সারসাইজে মার্কিন জেড কেরির সোনা, টোকিও অলিম্পিক ফের অপেক্ষায় বাইলস ম্যাজিকের জন্য

Google Oneindia Bengali News

মার্কিন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক্সের ক্ষেত্রে আজ খুব গুরুত্বপূর্ণ দিন। ফ্লোর এক্সারসাইজে জেড কেরি সোনা জয়ের দিনেই ল সুখবর। মহিলাদের ব্যক্তিগত ব্যালান্স বিমের ফাইনালে আগামীকাল নামবেন সিমোন বাইলস।

বাইলস না থাকায় সমস্যা

বাইলস না থাকায় সমস্যা

আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ডে দলগত ফাইনাল চলাকালীন মানসিক কারণে আচমকাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কিংবদন্তি বাইলস। ফলে দলগত বিভাগে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। এরপর ব্যক্তিগত অল অ্যারাউন্ড, ভল্ট ও ফ্লোর এক্সারসাইজেও নামেনমি বাইলস। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ব্যক্তিগত অল অ্যারাউন্ডে সোনা জেতেন সুনিসা লি। তবে সেই ইভেন্টে রুপোজয়ী ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে ভল্টে সোনা জিতে চমকে দেন। মিকায়লা স্কিনার জিতেছিলেন রুপো।

ফ্লোরে সোনা

আজ ছিল ফ্লোর এক্সারসাইজের ফাইনাল। গতকালের ভল্ট ফাইনালে সিদ্ধান্তহীনতায় ভুগে হতাশ করলেও এদিন ফ্লোর এক্সারসাইজে ১৪.৩৬৬ পয়েন্টের সুবাদে সোনা জিতে নেন কেরি। চারবারের অলিম্পিয়ান ইতালির ভানেসা ফেরারির পয়েন্ট দাঁড়ায় ১৪.২০০, তিনি রুপো জেতেন। এটি অলিম্পিকে তাঁর প্রথম পদক। জাপানের মাই মুরাকামি ও রাশিয়ান অলিম্পিক কমিটির অ্যাঞ্জেলিনা মেলনিকোভা ১৪.১৬৬ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে ব্রোঞ্জ জেতেন। ১৯৬৪ সালের পর মহিলাদের জিমন্যাস্টিক্সে এই প্রথম কোনও পদক জিতল জাপান। আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের অল অ্যারাউন্ডে দলগত ফাইনালে সোনা জেতার পর রাশিয়ান অলিম্পিক কমিটির মেলানিকোভা মহিলাদের অল অ্যারাউন্ডে ব্যক্তিগত বিভাগেও ব্রোঞ্জ জিতেছিলেন, ফের ব্রোঞ্জ জেতায় টোকিওয় তাঁর পদক সংখ্যা দাঁড়াল তিন। গতকালই আনইভেন বা অসম বারের সোনাটি জিতেছেন বেলজিয়ামের নিনা ডারওয়েল। রাশিয়ান অলিম্পিক কমিটির আনাস্তাসিয়া ইলিয়ানকোভা রুপো ও মার্কিন যুক্তরাষ্ট্রের সুনিসা লি জেতেন ব্রোঞ্জ।

সোনার মেয়ে

সোনার মেয়ে

রিও অলিম্পিকে দলগত সোনা জয়ের পাশাপাশি অল অ্যারাউন্ড, ভল্ট ও ফ্লোর এক্সারসাইজে ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন সিমোন বাইলস। ব্যালান্স বিমে জিতেছিলেন ব্রোঞ্জ। টোকিওতে দলগত ব্রোঞ্জ জয়ের পর মানসিক কারণে তিনি একের পর এক ইভেন্ট থেকে সরে দাঁড়ান। বিশেষ করে তাঁর পছন্দের ভল্ট, ফ্লোর এক্সারসাইজেও নামেননি। যদিও আগামীকাল অনুষ্ঠেয় ব্যালান্স বিম ফাইনালে দেখা যাবে সিমোন বাইলসকে। একের পর এক ইভেন্ট থেকে মানসিক কারণে তাঁর সরে থাকার জেরে টোকিও অলিম্পিকে চর্চার বিষয় হয়ে ওঠে মানসিক স্বাস্থ্যের বিষয়টি।

অপেক্ষায় গুণমুগ্ধরা

টোকিও অলিম্পিকে আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে মহিলাদের পদক জয়ের শেষ ইভেন্টটি ব্যালান্স বিম। আজ ইউএসএ জিমন্যাস্টিক্সের তরফে জানানো হয়েছে, ব্যালান্স বিম ফাইনালে কাল মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন সুনিসা লি ও সিমোন বাইলস। দুজনকে দেখার জন্য সকলেই উত্তেজিত। চারটি অ্যাপারেটাস ফাইনালেই নামার যোগ্যতা অর্জন করা বাইলস সরে দাঁড়ানোয় বড় ধাক্কা খেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বাইলস জানিয়েছিলেন, তাঁর শরীর ও মন যে ছন্দে একসঙ্গে কাজ করার কথা সেটা ঠিক হচ্ছে না বলেই সরে দাঁড়িয়েছেন। অনেকেই মনে করছিলেন বাইলস সম্ভবত এবারের অলিম্পিকে আর নামবেনই না। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে ফের অলিম্পিকের ইভেন্টে বাইলস-ম্যাজিকের প্রতীক্ষায় গুণমুগ্ধরা।

English summary
USA's Jade Carey Wins Gold In Floor Exercise At Tokyo Olympics Artistic Gymnastics. Simone Biles Will Compete In Women's Balance Beam Final.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X