For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রো কবাডিতে পুনেরি পল্টনকে চূর্ণ করল ইউপি যোদ্ধা, তেলুগু টাইটান্সের বিরুদ্ধে বেঙ্গল ওয়ারিয়র্সের জয়

  • |
Google Oneindia Bengali News

প্রো কবাডি লিগে রাউন্ড রবিন পর্যায়ের দ্বিতীয়ার্ধের ৩৩টি ম্যাচের সূচি আজ ঘোষণা করেছে আয়োজক মশাল স্পোর্টস। এই খেলাগুলি হবে ২০ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। থাকছে রাইভালরি উইক। এরপর থাকবে আরও ৩৩টি ম্যাচ। সিজন এইটে রাউন্ড রবিন পর্যায়ে হবে মোট ১৩২টি ম্যাচ। তারপর হবে প্লে অফ পর্যায়ের খেলা, সবশেষে গ্র্যান্ড ফিনালে। আজ প্রো কবাডিতে জয় পেয়েছে ইউপি যোদ্ধা ও বেঙ্গল ওয়ারিয়র্স।

প্রো কবাডিতে জিতল ইউপি যোদ্ধা ও বেঙ্গল ওয়ারিয়র্স

(ছবি- প্রো কবাডি টুইটার)

সুরেন্দর গিলের ২১ পয়েন্ট ও প্রদীপ নারওয়ালের ১০ পয়েন্টের দৌলতে পুনেরি পল্টলকে ৫০-৪০ ব্যবধানে হারিয়েছে ইউপি যোদ্ধা। এই দুই খেলোয়াড়ের পাশাপাশি এই ম্যাচে সুপার ১০ নিশ্চিত করেন পুনেরি পল্টনের আসলাম ইমানদার ও মোহিত গোয়াত। কিন্তু ডিফেন্ডারদের পারফরম্যান্সও এই ম্যাচে ফারাক গড়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। বিরতিতে খেলার ফল ছিল ২০-২০।

এদিনের অপর ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্স জয়ের ধারা বজায় রেখে পরাস্ত করেছে তেলুগু টাইটান্সকে। খেলার ফল ২৮-২৭। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডে শেরাটন গ্র্যান্ডে অনুষ্ঠিত প্রো কবাডির এই ম্যাচে বেঙ্গল ওয়ারিয়র্সের অধিনায়ক মনিন্দর সিং ১০ পয়েন্ট নিশ্চিত করেন। সুকেশ হেগড়ের সংগ্রহ ৫ পয়েন্ট। তেলুগু টাইটান্সের সেরা রেইডার রজনীশ ১১ পয়েন্ট আদায় করে নেন।

প্রো কবাডির পয়েন্ট তালিকায় প্রথম তিনে রয়েছে বেঙ্গালুরু বুলস, পাটনা পাইরেটস ও দাবাং দিল্লি কেসি। চারে থাকা ইউপি যোদ্ধার ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট। ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে বেঙ্গল ওয়ারিয়র্স। পুনেরি পল্টন দশম ও তেলুগু টাইটান্স ১২ দলের মধ্যে দ্বাদশ স্থানে পড়ে রয়েছে। কাল দাবাং দিল্লি কেসির সামনে পাটনা পাইরেটস। অপর ম্যাচে ইউ মুম্বা খেলবে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে।

English summary
UP Yoddha Thrash Puneri Paltan In A High Scoring Match Of Pro Kabaddi. Bengal Warriors Secured Win Over Telugu Titans.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X