For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিন্ধুর হারের ধাক্কা সামলাতে ব্যর্থ বাকি শাটলাররা, উবের কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতের

Google Oneindia Bengali News

উবের কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল ভারত। গ্রুপ পর্বের নিয়মরক্ষার শেষ ম্য়াচে গতকাল দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল পিভি সিন্ধুদের। আজও তার ব্যতিক্রম হলো না। সিন্ধু পরাস্ত হওয়ার পর বাকি শাটলাররাও রুখে দাঁড়াতে না পারায় ভারত তাইল্যান্ডের (Thailand) কাছে হারল ০-৩ ব্যবধানে।

উবের কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ভারতের

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সাতে থাকা পিভি সিন্ধুকে টানা দ্বিতীয় দিন চেনা ছন্দে পাওয়া গেল না। কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে ছিলেন তাঁর চেয়ে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নীচে থাকা রাটানোক ইন্তানন। প্রথম গেম সিন্ধু জেতেন ২১-১৮ ব্যবধানে। যদিও পরের দুটি গেম ইন্তানন জিতে নেন ২১-১৭, ২১-১২ ব্যবধানে। মহিলা সিঙ্গলসের এই ম্যাচটি চলে ৫৯ মিনিট। ইন্তাননের কাছে এদিন হারার ফলে পারস্পরিক দ্বৈরথে সিন্ধু পিছিয়ে গেলেন ৪-৭ ব্যবধানে।

এরপর মহিলাদের ডাবলসে শ্রুতি মিশ্র ও সিমরন সিংঘির জুটি জংকোলফান কিটিঠারাকুল ও রাউইন্ডা প্রাজংজাই জুটির কাছে পরাস্ত হয় ১৬-২১, ১৩-২১ ব্যবধানে। মহিলাদের সিঙ্গলসে আকর্ষী কাশ্যপ পরাস্ত হতেই শেষ হয়ে যায় ভারতের অভিযান। কাশ্যপ ১৬-২১, ১১-২১ ব্যবধানে আত্মসমর্পণ করেন পর্নপাউই চচুওংয়ের কাছে। এই ম্যাচটি শেষ হতে লাগে মাত্র ৪২ মিনিট। তাইল্যান্ড ৩-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় বাকি দুটি ম্যাচ খেলানোর দরকার হয়নি।

সিন্ধুর উবের কাপে পারফরম্যান্স হতাশাজনকই রইল। গতকাল গ্রুপ ডি-র ম্য়াচে সিন্ধিু বিশ্বের চার নম্বর শাটলার আন সেইয়ংয়ের কাছে হেরে গিয়েছিলেন স্ট্রেট গেমে। খেলার ফল ছিল ১৫-২১, ১৪-২১। গতকাল কোরিয়া ভারতকে ৫-০ ব্যবধানে চূর্ণ করেছিল। কিন্তু তাতে ভারতের শেষ আটে যাওয়া আটকায়নি। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আগেই ভারত হারিয়ে দেওয়ায় গ্রুপের প্রথম দুটি স্থানে নিজেদের জায়গা পাকা করে ফেলেছিলেন সিন্ধুরা। মহিলারা বিদায় নিলেও আজ থমাস কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে ভারতের পুরুষ দল।

English summary
Uber Cup: PV Sindhu-led India Crash Out After Losing 0-3 To Thailand In Quarter Finals. Sindhu Fought Hard Before Losing To Ratchanok Intanon In The Opening Match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X